বছরের শেষের দিকে তালিকাটা করার কথা ছিল। কিন্তু পারি নাই, উনিশের প্রথম দিকে ছিলাম অনেক ব্যস্ত। আরো কাজ হয়ে ওঠে নাই। তো সহজ সরল তালিকা তৈরী করবো- আমি সাধারণতঃ চাকরীর পাসাপাসি লেখা ও ভিডিও বানাই নিজের আনন্দের জন্য। আর অনেক অনেক লোক তা দেখে আনন্দ পেলে আমিও আনন্দিত হই।
এক সাথে দুই বছরের হিসাবটা দিবো। ২০১৯ সালের আপডেটটা এখন বানিয়ে রাখবো যাতে জানুয়ারীতে আবার আপডেট করে প্রকাশ করতে পারি।
২০১৮
জানুয়ারীতে অফিসের আমার স্টাফদের বেসিক লিনাক্স ট্রেনিং শুরু করি। তাদের ক্লাস চলাকালীন সময়ের ট্রেনিং ভিডিও করা হয়েছে। ভাল সাউন্ড কোয়ালিটি না হলেও যারা ক্লাসে ছিল তাদের জন্য ভিডিওগুলো দরকার ছিল।
- লিনাক্স ক্লাসরুম-১.১: লিনাক্স ইতিহাস, লিনাক্স কেন শিখবো
- ডিরেক্টরী ও বেসিক কমান্ড
- সিপি ও এমভি কমান্ড
- ফাইল পারমিশন-১
- ফাইল পারমিশন-২
- ইউজার সিকিউরিটি
- সিস্টেম এডমিন কমান্ড
- এসএসএইচ ক্লাইনট
- শেল স্ক্রিপ্টিং
- এসসিপি কমান্ড
- টার ও জিপ করা
- কর্ণ জব
টেক্সট কনটেন্টও আমি তৈরী করেছি টিউটোরিয়ালবিডিতে।
মাত্র ১৪ টি পোস্ট লিখেছি টিউটোরিয়ালবিডিতে সবগুলোই খবর টাইপের। ভবিষ্যত টেকনোলজীর বর্ণনা লেখার ইচ্ছা ছিল, খুব একটা পারি নাই।
যারা রেইড সম্পর্কে ভাল জানতে চান তাদের জন্য এই ভিডিও দুটি বেশ প্রয়োজনীয় হবে বলে মনে করি- রেইড 0,1,10 ও রেইড ৫,৬
টিউটোরিয়ালবিডিতে কম লেখলেও নিজের ব্লগে বেশ ভালই লেখা হয়েছে। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে শব্দের সংখ্যা প্রায় ৯ হাজার।
- প্রতি বছর কোটি কোটি টাকা ওয়াজ মাহফিলে বা ওরসে খরচ হয়…
- র্যান্ডম ইন্টারেস্ট এবং ফোকাস
- একা একা ইসলাম শিখা
- ইংরেজী শেখা
- অফিসে কথা বলা
- ছেলেকে -একঃ স্কুলে পড়ার উদ্দেশ্য
- দরিদ্র আইডিওলজী
- ই-মেইল লেখার ৭ টিপস
- ছেলেকে-দুইঃ বিনয়
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে অনেক কম লেখা হয়েছে। প্রায় অর্ধেকের মতো।
২০১৯
এ বছরেরে শুরুতে প্রচুর ব্যস্ততায় কাটে। বাড়ির পাইলিং করার জন্য বেশ ঋণে জড়িয়ে যাই। তেমন সৃজনশীল কাজ করা হয়ে ওঠে নাই। বছরের মাঝের দিকে শরীরটা খারাপও যাচ্ছিল। চোখে সমস্যা, কোস্টকাঠিন্য ইত্যাদি। আবার ছেলেকে নিয়ে বেশি ব্যস্ততা শুরু হয়। মাহদি হাসান তাফসিরকে নিয়ে হাটতে বের হতে হয় নিয়মিত।
জুলাইতে প্রচুর মেডিক্যাল ও স্বাস্থ্য সচেতনতামূলক লেখা পড়ে মনে হলো এগুলো লেখবো। নিজের উপকার হবে, কেউ পড়লে তারও উপকার হবে।
সাইটের ব্লগটাকে মূল ডিরেক্টরীতে নিয়ে আসলাম। অনেক ঝামেলা পোহাতে হলো। বাইরের কাউকে হায়ার না করেই সমাধান করতে পারলাম আলহামদুলিল্লাহ। ইচ্ছা আছে অনেক অনেক স্বাস্থ্য সচেতনতামূলক লেখা ও ভিডিও বানাবো। আপনাদের দোয়া চাই।
নিজে নিয়মিত হাটার চেস্টা শুরু করলাম, যেহেতু আমার ব্যাকপেইন কমাতে হাটা জরূরী, তাই লিখলাম হাটার ২৫ প্রয়োজনীয়তা। আরো কিছু লেখা লিখে রেখে দিয়েছি, পরে প্রকাশ করার জন্য। ২০১৯ সালে আমার ভাল লেখার তালিকা প্রকাশ করছি, পরে আপডেট করবো-
- তেল-গ্যাসের গাড়ীর তুলনায় বৈদ্যুতিক গাড়ীর ৬ সুবিধা
- পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ১১ প্রভাব
- কোলেস্টেরলের অদ্ভুত ২০ তথ্য এবং যে খাবার খাবার কোলস্টরেল নিয়ন্ত্রণ করে
- চেয়ার টেবিলে ব্যাস্তদের জীবন সুন্দর করার ২০ টিপস
- লম্বা ছুটির আগে কম্পিউটার ব্যবহার কারীর ৪ টি কাজ
- ত্বকের যৌবন ফেরাতে ৭ টি প্রাকৃতিক পদ্ধতি
- সিজনাল খাবার খাওয়ার সাত উপকারিতা
- অনেকেই ব্লগ লেখতেন। এখন লেখেন না কেন?
- গ্রামে থাকার স্বাস্থ্যগত ৬ উপকারিতা
আমার ব্যক্তিগত ব্লগে Mahbub24.com এ লেখছি-
ভিডিওর কাজ করা হয়নাই বললেই চলে আশা আছি শিঘ্রই কিছু ভিডিও বানিয়ে ২০১৯ শেষ করবো ইনশাল্লাহ।