কি শিখবেন?

ভবিষ্যত প্রযুক্তিতে যা দাপট দেখাবে তা শিখতে হবে এখন। তাই ভবিষ্যত নিয়ে ভাবতে হবে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে করতেই এটা পুরাতন হয়ে যাবে। তাই শিখার জন্য শিক্ষাব্যবস্থার সিলেবাসের দিকে না তাকানোই ভাল।?
আর শিশুদের শিক্ষা বিকাশের জন্য যত আদিম শিক্ষাব্যবস্থায় যাবো তত বেশি জ্ঞান অর্জন সম্ভব। শিশুদের জন্য তথ্যপ্রযুক্তি অশিক্ষিত করে তোলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। অতীত আর ভবিষ্যত। জ্ঞান অর্জনের দুই মাধ্যম।

Image by Arek Socha from Pixabay