ইংরেজী শেখা

আমি ইংরেজী শিখছি খুব ধীরে ধীরে।
  • নতুন কোন ইংরেজী শব্দ পেলে অর্থ জেনে মনে মনে বার বার বলতাম।
  • বাক্যে স্ট্রাকচার মিলাতাম (যেমন- be+Verb+ing বা too+Adj+to ইত্যাদি)
  • বানানের দুর্বলতা কাটাতে ইংরেজী পেপার পড়তাম। তারপর ইংরেজী ব্লগ।
  • লিসেনিং ভাল করার জন্য ইংরেজী মুভি দেখছি কিছু, কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু অনেক বেশি সময় দেখতে হয় বলে দেখা বন্ধ।
  • মেইল ও বিদেশী বায়ার ও সাপোর্ট সেন্টার করেসপন্ডেসের কারনে ইংরেজী লেখার হাত ফ্লুয়েন্ট বলা চলে।
    কিন্তু Speaking এখনো খুব বেশি ভাল হয় নাই। আগের অফিসে অনেক বিদেশী চাকরী করতো, অনেক বিদেশী ভিজিটর ও ইন্টার্ন আসতো তাদের সাথে যেচে কথা বলতাম। অনেকটা ভাল হয়েছিল।
প্রতিদিন টেকনোলজীতে নতুন নতুন শব্দ ও শব্দগুচ্ছ যোগ হচ্ছে বিভিন্ন ভাষা থেকে জন্ম হলেও এগুলোকে ইংরেজী ভাষাই ধরা হয়-যার কোন বাংলা পাবেন না। বড় জোর ইংরেজী উচ্চারণ বাংলায় লিখতে হবে। এখনো আমি নতুন টেকনোলজী শব্দ যেটা শিখি সেটা বাংলায় সহজে লিখে রাখি যদিও বাংলা ব্লগ কম লেখা হয়। ভাবছি মাসিক নিজের কাজগুলোর একা সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো পাবলিকলি-কিন্তু তা নিজের জন্য।
http://tutorialbd.com/word

Leave a Reply