কাজ ও চাহিদা

কোন একটা কাজ করার জন্য আমি একটা বড় সাইজের মোবাইল কিনলাম। কেনার পর আর সেই কাজ টা করার স্পৃহা নাই হয়ে গেল। “কাজ হচ্ছে না”- এর কারন হিসেবে বড় সাইজের যে মোবাইলের প্রয়োজনটাকে আঘাত করছিলাম সেটা অবশ্য বন্ধ হলো। বাস্তবতা হলো আমি কাজটা করার অন্য উপায়গুলো খুজি নি।

এখন আবার একটি টাচ স্ক্রিণ ল্যাপটপের প্রয়োজন অনুভব করছি। দেখা যাক, সেটা হয়ে গেলেও আমার আর্টের কাজগুলো শুরু হবে কিনা!

কোন প্রতিষ্ঠানে আপনি চাকরী করলে, বসকে চাহিদার কথা বলে কাজ হচ্ছে না- এরূপ কথা বলবেন না। বসকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করুন।

Leave a Reply