একটা লেখা

একটা লেখা লেখতে যাই। কয়েক লাইন লিখে দেখি, লেখাটা নেগেটিভ হয়ে গেল। অনেক বন্ধুরা এটা দেখে হতাশ হবে, অনেকে মনে করবে তাদের আক্রোমন করছি। লেখাটা আর বড় করলাম না, মুছতেও মায়া লাগছে, only me দিয়ে পোস্ট দিলাম। 🙂
***
আজ আরেকটা লেখা লিখতে গেলাম। হুর, এইটা কিছুই হইলো না। যা বলতে গেছিলাম তা না হয়ে অন্য কথা বেশি বকেছি। এটা আপাততঃ ড্রাফটেই থাকুক, কোন দিন আলো দেখবো না।
***
অনেক দিন ভাবছি, কিছু একটা লেখবো লেখবো। নিজেকে এ বেপারে মহা জ্ঞানী ভাবছিলাম। তো লিখে ফেললুম। এবার দেখি আমি এই বিষয়ে কিছুই জানি না। দু একটা মন্তব্যে নিজের জ্ঞান চুপসে গেল-নিজেকে পটকা মাছ মনে হলো। 🙁
***
আজ একটা গুরুগম্ভীর স্ট্যাটাস লিখলুম! কিরে… কয়েক ঘন্টা গেলে একটাও লাইক নাই? কিছু একটা হয়েছে। দে ডিলেট করে।
***
নিজেকে নিজে এত জ্ঞানী ভাবিস কে রে…?

Leave a Reply