সংস্কৃতি ও ব্যবসা

“সংস্কৃতি” তৈরী করে ব্যবসায়ীরা।
মার্কেটিং এর একটা উপাদান নতুন নতুন সংস্কৃতি। 🙂
আপনি যদি কোন সংস্কৃতি বিরোধী হোন। ফেসবুকে বিরোধ প্রকাশ করে লাভ হবে না। বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কণ্ঠ আপনার কন্ঠের চেয়ে উচু হবে।
মিডিয়া বিজ্ঞাপনদাতার পক্ষে। কোন সংস্কৃতির উপাদানের প্রচার-প্রসার চান? তবো ব্যবসায়ী হোন। কোনএকটা ইথিকস বা ইমোশনের সাথে ব্যবসা যোগ করেন। ভাল আয়ও হবে, আপনার পছন্দের সংস্কৃতির প্রচারও হবে।
দু-একটা উদাহরন দিবো?

1 Comment

Add Yours →

[…] এই ব্লগে টেকনিক্যাল লেখা তেমন দেই না। সামাজিক ও রাস্ট্র চিন্তা এখানকার লেখার উৎস। বছরের শেষদিকে ফেসবুক স্ট্যাটাস তালিকা হালনাগাত করার চেষ্টা করলাম। দেখলাম আমার আগের লেখার মান বেশ ভাল ছিল। ইঞ্জিনিয়ারের মধু বিক্রি দরিদ্রের হীনমন্যতা সমাজসেবা শিশুর হীনমন্যতা সখের মৃত্যু ও মটিভেশন সময় ও কাজের মান শহুরে কম্পোস্ট সরকারের প্রভাব সিকিউরিটি সিস্টেম কি শিখবেন? গভীর জ্ঞান সংস্কৃতি ও ব্যবসা […]

Leave a Reply