টাকা ও সম্মান

এক.

ক্ষমতা সম্মানের একটা বড় উৎস। আপনি ক্ষমতা হারালে সম্মান কমে যেতে পারে। ক্ষমতা এমনিতে আসে না, আল্লাহ মানুষকে ক্ষমতা দান করেন।বিনয়ী হওয়া সম্মানের আরো বড় উৎস। বেশি বেশি সম্মানিত হতে চাওয়া- অসম্মানিত হওয়ার বড় উৎস।

দুই

ধনীদের বাই ডিফল্ট অন্যরা যে সম্মান করে সেটা কি ভুল? না ভুল না, সংস্কৃতি।

ছোট বেলা বইয়ে টাকাকে যে তুচ্ছ তাচ্ছিল্ল করা হয় বরং সেটাই ভুল।

  • ক্রয় ক্ষমতা থাকার কারনে ধনীরা এমন মানুষের সম্মান বেশি পায়, ধনী ব্যক্তি যাদের উপকার করতে পারে।
  • ধনী আত্নিয়দের গরীব আত্নিয়রা বেশ কাছে টানে। কোন বিপদে সহায় হতে পারে- এই প্রচ্ছন্ন আকাংক্ষাটা জানা আছে। কিন্তু ছোটরা বা যারা এই সব বোঝে না তারাও বড়দের দেখাদেখি ধনী আত্নিয়দের বেশি সম্মান করে থাকে।
  • সম্মান ও দুর্নাম সংক্রমক। একজন সম্মান করলে আরেকজন তা করে। এজন্য ধনী ব্যক্তি সম্পর্কে জেনে অনেকে সম্মান করে।
  • অধিকাংশ ধনীরা বা নতুন ধনী হচ্ছে এমন ব্যক্তিরা অন্যদের হিংসার পাত্র হয়ে যেতে পারে। কেউ কেউ তাদের তাচ্ছিল্ল করে বা কেউ কেউ তাদের নামে নানান গল্প বানায় ও আলোচনা করে মজা পায়।এই যে আলোচনা করে- এটাই ধনীকে গুরুত্ব দেওয়া। যে দরিদ্র ব্যক্তি কোন ধনী ব্যক্তিকে কেয়ারই করে না বলে আলোচনা করে- এটাই তার কেয়ার করা-সেটা সে বোঝে না।

তিন.

যে দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির কাছে স্বার্থগত ব্যাপার নাই সেই দরিদ্র ব্যক্তি আবার ধনী ব্যক্তিকে ঘৃণা করে। কেন করে?

  • আত্নিয়দের মধ্যে কেউ ধনী হতে থাকলে সে একসময় আত্নিয়দের কাছে খুব বেশি ঘেষে না। এটার একটা কারন, দরিদ্র আত্নিয়রা নিয়মিত সাহায্য প্রার্থনা করে বা টাকা ধার চায়। ধনী ব্যক্তির কাছে টাকার মূল্য দরিদ্র ব্যক্তির চেয়ে বেশি আর এ জন্যই সে ধনী হতে পেরেছে। ধনী হওয়াদের কাছে আর্থিক সুবিধার চিন্তা করা বোকামী।
  • ধনী ব্যক্তিদের বেশি সময় কেটে যায় সম্পদ উপার্যন ও তা পরিচালনায়। একেবারে ব্যস্ত কোন ধনী ব্যক্তিকে ঠিকই তার আর্থিক বিষয়ে উপস্থিত পাবেন- আর দরিদ্র আত্নিয়রা এটা একদম পছন্দ করে না।
  • ধনীরা খারাপ- এই আইডিওলজী দরিদ্রদের মধ্যে পাবেন। দরিদ্ররা সৎ তাই দরিদ্র এই অহংকারও পাবেন। কিন্তু তারাও ধনী হতে চায়।

আপনি ধনী না হলেও এক দুই দিন জাস্ট ধনী সেজে ধনী কমিউনিটিতে থাকতে পারেন- যা আপনার জ্ঞান আরো বাড়াবে। ধরুন, কোন দামী হোটেল বা ধনী Only ক্লাব বা পার্টিতে ! সেখানে গেলে দেখবেন ধনীদের সার্ভিস প্রদানকারী ব্যক্তিরা কেমন সমিহ করে চলে। কেন চলে? কারন তার সার্ভিসটি ধনী ব্যক্তির কাছে দায়বদ্ধ বলে মনে করে।

শেষ কথা

ধনী ব্যক্তি দ্বারা আপনার লাভবান বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে তাকে অতিরিক্ত সম্মান দেওয়ার দরকার কি? আমার পরামর্শ অন্যসব সাধারণ মানুষ হিসেবেই তাকে গণ্য করা।

এটা আপনাকে হীনমন্যতা থেকে বাচাবে। আপনার সন্তন অবৈধ পথে ধনী হতে চাইবে না।

অন্যদিকে ধনীদের বড় এক চাহিদা সম্মান। অনেক ধনী ব্যক্তি বোঝতে পারে না মানুষ তাকে কেন সম্মান করে। সবার কাছেই সে সম্মান আশা করে- কখনো সে সম্মানের পরিবর্তে অপমানিত হয়। অনেক সেলিব্রেটিকে বিভিন্ন জায়গায় সিস্টেমের বাইরের কিছু চেয়ে না পেয়ে অপমানিত হতে দেখেছি।

এখনকার দিনে জ্ঞানীর ব্যক্তিরাও খুব একটা অন্যদের কাজে লাগে না- এক্ষেত্রেও তাকে অন্যদের চেয়ে বেশি সম্মান না করাটা ঠিক আছে।

বরং কারো মাধ্যমে আপনার মেধা ও মননের উন্নতি হতে পারে, আপনার আর্থিক লাভ হতে পারে এমন ব্যক্তিদের বেশি সম্মান করতে পারেন।

এভারেজে সব মানুষকেই সম্মান করুন। ভিক্ষুককেও। সেও আপনার জন্য উপকারী, ভিক্ষুক জানিয়ে দিচ্ছে আপনি তার চেয়ে ভাল আছেন।

Image by Piyapong Saydaung from Pixabay

Leave a Reply