স্থির হওয়া

স্থির হওয়া খুব কঠিন একটা কাজ। আবার সবাই স্থির হতে থাকতেও চায়। কাউকে জিজ্ঞাস করেন- তুমি কি চাও? বা তোমার পরিকল্পনা কি?

সে তার পরিকল্পনা বলুক। আরো বলতে বলুন। আরো বলুক। এটাই শেষ? আরেকটু বলুন।

কিন্তু সে যদি সেই অস্থানে পৌছায়ও তখন তার আরো বড় কিছু চিন্তা থাকবে হয়তো। আসলে কেউ স্থির হতে চায় না। যদিও সে বলবে- এখানেই চাহিদার শেষ।

আমি আমার প্রথম চাকরীর চেয়ে চারগুনের বেশি বেতন পাই। তবুও কি এখানেই আমার চাহিদার শেষ? আমি জানি না- আমার মাসিক আয়ের টারগেট কত? আমি জানি না- আমি কি চাই।

আপনি কি জানেন আপনি কি চান?

Photo by TheOther Kev from Pexels

Leave a Reply to Being Stable – Writings of Mahbub Cancel reply