বাংলা ভাষার সাম্প্রদায়িকতা

“সর্ব স্তরে বাংলার প্রচলন হবে”-এই চিন্তাটা সাম্প্রদায়িক।   “উর্দু এবং উর্দুই হবে রাষ্ট্র ভাষা” জিন্নাহ্-র এই কথাটা যেমন সাম্প্রদায়িক।

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলণ করা প্রয়োজনীয় কেন? -কেউ বুঝাতে পারবেন? এই ভাষা মিষ্টি বা সুমধুর বা সমৃদ্ধ এ জন্য? নাকি এই ভাষার জন্য অনেকে জীবন দিয়েছন- এ জন্য? যদি কেউ জীবন না দিত, যদি এই ভাষা মিষ্টি বা সুমধুর বা সমৃদ্ধ না হইতো?

ভাষা শহীদরা জীবন বাংলা ভাষাকে সর্ব স্তরে চলুক এটা চায় নাই, বরং এটার বিরোধীতা করেছে।  পাকিস্তানীরা চেয়েছিল সর্বস্তরে উর্দূ চলুক।   তারা এর বিরোধীতা করেছিল।

আপনি যদি সর্বস্তরে “কোন ভাষা” চালাতে চান সেটা ভাষা শহীদদের চেতনার বিরোধীতা করাই হয়।

বাংলাদেশের দেশপ্রেমিকদের মধ্যে এমন একটা গ্রুপ আছে যারা বাংলা ভাষার সাম্প্রদায়িকতায় আক্রান্ত।

বাংলা ভাষাকে ভালবাসুন, তবে অন্যের উপর চাপানোর চেষ্টা করার কি দরকার? আপনি তো পাকিস্তানী না।

 

Image by Smartupworld Websolutions from Pixabay

Leave a Reply