যাকাত দেওয়ার ক্ষেত্রে

যাকাত দেওয়ার ক্ষেত্রে টাকা, খাবার বা কাপড় দেওয়াকেই বেশি প্রয়োজনীয় মনে করি। যাকাতের টাকা দিয়ে কর্মসংস্থান তৈরী আমার পছন্দ না।কেন পছন্দ না?

(১) যাকাত আপনার দেনা। আপনি এই টাকার মালিক না। এই টাকা দিয়ে কোন মানুষ কি করবে সেটা তার ব্যাপার। যাকাতের টাকা দিয়ে ছাগল কিনে প্রতিপালন বা রিক্সা কিনে চালানোর পদ্ধতিতে সারা বছরই আয় হবে- এই থিউরী বাস্তবে কাজ করে না।(২) এ পর্যন্ত ছাগল গিফট পেয়ে ছাগল পালনকারী বা রিক্সা গিফট পেয়ে রিকসা চালক কেউ হয় নাই। যে হইছে সে তার যোগ্যতা ও পারিপার্শিক অবস্থায় ভিন্ন ভিন্ন পেশায় গেছে। আমি নিজে দরিদ্র মানুষদের কাছ থেকে দেখেছি। তারা সরকারী টিন পেলে ঘরে না লাগিয়ে অর্ধেক দামে বেঁচে দেয়। ছাগল পেলে তাও কম দামে বেঁচে দিতে দেখেছি। তার বর্তমান সময়ের খারাপ পরিস্থিতি সামলানোর জন্য তার খাবার কিনতে বা পোষাক কিনতে হয়। এমন মানুষই এই দেশে বেশি। আমার এক আত্নিয় টিনের ঘর বানিয়ে নিজ পরিত্যাক্ত বাড়িতে থাকতে দিয়েছিল আরেক গরীব আত্নিয়কে। ঘর বেচে দিয়ে সে টাকা নিয়ে চলে গেছে।

(৩) আপনার যাকাতের টাকা দিয়ে পৃথিবীর সমস্ত দারিদ্রতা হয়তো কমাতে পারবেন না। কিন্তু আপনার আসপাসে দারিদ্রতা কমানোর চেষ্টা প্রথমে করতে হবে। ধরুন দুরের কেউ বেশি দরিদ্র। আত্নিয় বা প্রতিবেশি একটু কম দরিদ্র। আপনি অবশ্যই কাছের দরিদ্র মানুষকে যাকাত দিবেন- যাতে আপনার চার পাস বেশি সুন্দর হয়। সোমালিয়ায় না খেয়ে মারা যাচ্ছে, তাদের দায়ের চেয়ে প্রতিবেশি খেয়ে না খেয়ে আছে সেই দায় আপনার বেশি।

(৪) আপনি চাইলেন যাকাতের টাকায় প্রতিষ্ঠান করবেন। চাকরী দিবেন। কৃষি ফার্ম করে অনেককে দিয়ে দিবেন। যদি সেই ব্যবসা ফেইল করে। ফার্মের ছাগল মারা যায়, আপনার যাকাত আদায় হয়তো হবে না। হুজুররা ভাল বলতে পারে।

(৫) যাকাত বা দানের ভিন্ন একটা সৌন্দর্য আছে। আপনি দানশীল বা যাকাত দেন- এটা কিন্তু যারা দান গ্রহণ করেন তারা জেনে যায়। সারাবছর তারা বড় কোনবিপদে পরলে আপনার কাছে সাহায্য চাইবে। এখানে একটা অর্থনৈতিক নিরাপত্তা বন্ড তৈরী হয়। এজন্যই অপেক্ষকৃত কাছের মানুষকে সরাসরি (সম্ভব হলে) নিজ হাতে দেওয়া ভাল।

(৬) কর্মসংস্থানের একটা ইকোসিস্টেম আছে। এটা চাহিদার সাথে সম্পর্কিত। কোন একজনের কর্মসংস্থান তৈরী আরেকজনের কর্মসংস্থানের ক্ষতি করতে পারে। নতুন কোন পণ্য বা সেবা তৈরী করে কর্মসংস্থান তৈরী করলেই মূলতঃ নতুন কেউ উপকৃত হবে। এজন্য ইনোভেশন ও দির্ঘমেয়াদী গবেষণা লাগবে বা নতুন আইডিয়া লাগবে। এই কাজ আপনি যাকাত দিয়ে করতে পারবেন না।প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের প্রয়োজনীয়তা কমছে আর বেকার বাড়ছে। অল্প মানুষ কাজ করবে আর বেশি মানুষ খরচ করবে এটাই নিয়ম। চাইলেই কর্মসংস্থান বাড়াতে পারবেন না।

শেষ কথা, আপনি দারিদ্রতা কমাতে চাইলে আপনাকে এমন ব্যবসা করার টারগেট নিতে হবে যাতে বেশি লোকের কর্মসংস্থান হয়। আপনাকে নেতা হতে হবে, সৎ ও ক্ষমতাবান হতে হবে। আপনি সেই চেষ্টা করুন।

Picture Source

Leave a Reply