দুর্নীতির ইকোসিস্টেম

দুর্নীতির একটা ইকোসিস্টেম দাড়িয়ে গেছে বাংলাদেশে। এই সিস্টেমর অংশ আপনি আমি সবাই। অনেক মানুষ এই ইকোসিস্টেমের উপরে দাড়িয়ে নিজেদের সংসার চালাচ্ছে।

লাখ লাখ লোক চাকরীর মতো করে দূর্নীতি করে। দুর্নীতির মূল উৎপাটন তাই সহজ না। ক্ষমতায় যারা আছে তারা চাইলেও পারবে না। কয়টা উদাহরণ দিবো?

১. হাজার হাজার লোক পাসপোর্টের দালালী করে, জন্ম নিবন্ধনের দালালী করে সংসার চালায়। ভূমি অফিসের দাপ্তরিক কাজ যারা করে তারা কেউই সরকারী চার্জের সমান চার্জ রাখে না। এক্সটা রাখে। অনেক অনেক দালাল ঘোরে সরকারী হাসপাতালগুলোতে। এরা মূলতঃ দরিদ্র শ্রেনী।

২. মধ্যম শ্রেনীর দুর্নীতিবাজরা মূলতঃ সরকারী চাকরী নেয় দুর্নীতির মাধ্যমে। ১০ লাখ থেকে কুটি টাকা পর্যন্ত দুর্নীতিতে ইনভেস্ট হয় চাকরী পাওয়ার কাজে। তারা চাকরী করে যদি দুর্নীতি না করতে পারে কিভাবে এই ইনভেস্টের টাকা তুলবে?

৩. চেয়ারম্যান, মেম্বার, এম্পি, মন্ত্রী, আমলা, বড় নেতা এরাই মুলতঃ আমাদের এই দেশের মালিক। প্রভু। তারা দুর্নীতির ইকোসিস্টেমটাকে তারা চালিয়ে রাখে। আমার মতে, পুলিশ খুব কম ঘুষ খায়। তারা হাজার হাজার কুটি টাকা কামিয়ে দেয় এই প্রভুদের। এই প্রভুরা পুলিশের চাকরী খেয়ে দিতে পারে, পারে বদলি করে দিতে।

আমরা যারা একেবারেই দুর্নীতি ও করাপশনের মাধ্যমে টাকা বাড়াতে না পারি তারা মূলতঃ বিলিয়ন ডলারের দুর্নীতির এই বাজারে ইনভেস্টমেন্ট সম্পর্কে একেবারে জ্ঞানহীন। মূর্খ।

Leave a Reply