ইকমার্সের জন্য কোন কোন পন্য উৎপাদন করতে পারেন তার #আইডিয়া পেতে শহরের সুপারশপগুলোতে ঘোরতে পারেন। সেখানে আমি ঘুরে বেশ কিছু ইমপোর্ট করা পন্য দেখেছি যা বাংলাদেশে উৎপাদন করা যেতে পারে।
১. আম, আপেল, আনারস, নাসপতি, স্ট্রবেরী, কিউই ইত্যাদির ড্রাইফ্রুটের সবই আমদানী করা। বাংলাদেশের স্ন্যাকস হিসেবে অনেকেই কিনে খায়।
২. অদ্ভুত ব্যাপার আমের জুসগুলাও আমদানী করা, বাংলাদেশী কোন বিশ্বস্ত আমের জুস আপনি পাবেন না।
৩. কাল কিনে আনলাম, আমলকীসত্ব বা আমলা বার।
৪. পাউডার মাছ ও মাংশও বাংলাদেশের অনেকে কিনে। আর বিভিন্ন ওষুধী পাতা ড্রাই করেও বিক্রি করতে পারেন।
৫. উন্নত দেশের স্টাইলে ক্যামিক্যালমুক্ত মেশিনে ড্রাই করে যদি শুটকী বানানো যায়, তাহলে দ্বিগুন দামেও বিক্রি করা যাবে।[লেখাটার উদ্দেশ্য হলো- বিদেশে টাকা চলে যাওয়া থামানো। আমদানী যত কমবে বাংলাদেশের জন্য তত ভাল]