ছেলেকে-দুইঃ বিনয়

বিনয়ী থকবে। যারা বিনয়কে তোমার দুর্বলতা ভাববে তাদের সাথে উদ্ধত থাকবে। তোমার যোগ্যতা তোমাকে বড় করবে না, তোমাকে শ্রদ্ধার পাত্র করবে না। তোমাকে শ্রদ্ধার পাত্র করবে তুমি যদি মানুষের কাছে জনপ্রিয় না হতে চাও, তুমি যদি মানুষের শ্রদ্ধা না চাও, তুমি যদি নিজেকে মিছিলের মাঝের অজানা এক সদস্য হিসেবে ভাবতে পারো। আর তুমি নিজে জানো তুমি কে, তুমি কি – এটাই তোমাকে শান্তি দিবে আথবা অশান্তিতে রাখার জন্য যথেষ্ঠ হবে।

ছেলেকে -একঃ স্কুলে পড়ার উদ্দেশ্য