https://www.facebook.com/photo.php?fbid=10211097748016185&set=a.1140171461067.21387.1130822734&type=3
সেই আলোচনায় আসি। এই আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হবে। প্রথম কথা হলো- খুব কম মানুষই নিজ পড়ালেখার কাজে যোগ দেয়। অনেকে ইঞ্জিনিয়ার আছে বিসিএস দিয়ে ভিন্ন পেশায়। সেখানে সে তার ইঞ্জিনিয়ার পরিচয় দিলে অন্য ইঞ্জিনিয়াররা কিন্তু এভাবে রিয়্যাক্ট করে না। অনেক মেজর, ব্রিগেডিয়ার তার চাকরী ছেড়ে এসে বেসরকারীতে টপলেভেল জব করছে। তাকে কেউ জিজ্ঞাস করে না বেটা সরকারের এত টাকা খরচ করে এখন কেন বেসরকারী জব? এটার কারন হলো ছোট কাজকে ঘৃণা করার প্রবণতা। বড় ইঞ্জিনিয়াররা এটা দেখে আহত হচ্ছে। মধুবিক্রি বাড়ানোর জন্য, মানুষের হৃদয় পাওয়ার জন্য এই ছোট ও ধুর্ত মার্কেটিং এর চেয়ে অন্য ইঞ্জিনিয়ারদের কষ্ট পাওয়াটা বেশি দুঃখজনক।
1 Comment
[…] November 21, 2017 […]