অলাভজনক উদ্যোগ

nonprofit

শ্রেফ খেয়ালের বসে, নিজের মনের আনন্দে একটা কাজ শুরু করেছে। কিন্তু অনেক বড় কিছু হয়ে গেছে। পৃথিবীর অনেক বড় বড় আবিষ্কার, উদ্ভাবন আর লাভজনক ব্যবসা হয়েছে অলাভের উদ্দেশ্যে চলতে গিয়ে।

মনের আনন্দে শুরু হয় অলাভজনক প্রোজেক্ট। কোন ফলফলের আশা না করে নিয়মিত কাজ করে যায় অনেকে। লক্ষ্য নেই তবু আছে পথ চলা। সখের অনেকের সংগ্রহশালা হয়ে উঠেছে সম্পদও।

এখন আমাদের এত বেশি লক্ষ্য স্থির করা থাকে যে নিজ মনের আনন্দের জন্য বা আত্নতৃপ্তির জন্য কিছুই করতে পারি না। এটা আমাদের সৃজণশীলতার পঙ্গুত্বের অন্যতম কারণ।

লাভের আশায় যা করছি তার বেশি ভাগ-ই নকল, কপি করা। অন্যেও একই জিনিস কপি করছে। তাই প্রতিযোগিতায় সবাই টিকছে না। বরং লাভের আশা না করে ঠুক ঠুক করে যে কাজ করে গেছে, তারটা জনপ্রিয় হওয়ার সম্ভবনা থাকে বেশি,আর যদি না হলেও দুঃখ নাই। সে তো লাভের আশা-ই করে নাই।

নতুন উদ্যোগের ক্ষেত্রে

Photo by Nataliya Vaitkevich from Pexels