আমরা বিচারক হতে চাই

আমি বিচারক হতে চাই। আমাদের অবসর সময়ের অনেক আংশই আমি অন্যের বিচার করে কাটাই। এটার মধ্যে আমাদের বিনোদন নিহিত আছে।

এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে। আপনার ক্ষেত্রে হয়েছে কিনা জানি না। আপনি ব্যস্ত মানুষ হলে হয়তো আপনি বিচারক হওয়ার সময় কম পেতে পারেন।

বিচারকমনা হলে নিজে হতাশ হতে পারেন। যে বেশি কাছের তার বেপারে হলে বেশি হতাস হবেন।

দাড়ান।

আমি সাধানতঃ মানুষের সমালোচনা কিভাবে করি?

  • এই মেয়েটা সারাদিন ফোনে পুটুস পুটুস করে।
  • এই বেটারে যখন দেখি তখনই খায় আর খায়।
  • লোকটা কি মোটা রে!

এই সব আবোল-তাবোল চিন্তা আমাকে বিচারক করে। আমি নিজে একটা আইন তৈরী করি। বিচারক হওয়ার জন্য। আমার পছন্দই আমার আইন।

এই বিচারক মনা হয়ে ওঠা নিজেকে কিন্তু ভুলিয়ে দেয়। নিজেকে বিচার করার সময় হয়ে ওঠে না। নিজেকে অধিক ভাল মনে করা হয়।

এটা নিজেকে যত্ন নেওয়ার বিরোধী। নিজেকে যত্ন নেওয়ার চেষ্টা করবো এখন।

এটা থেকে কিভাবে বাচবো? ভেবে দেখি! পরে লিখবো।

Leave a Reply