যুদ্ধ ও করোনার মধ্যে বড় মিল আছে।
যুদ্ধে বা করোনায় সবাই মারা যায় না, কিন্তু সবাই বড় ভয় পায়।
ফিলিস্তিন, ইরাক, আফগান, সিরিয়া, লেবানন, ইয়েমেন, আফ্রিকার ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আকাশে যুদ্ধ বিমান উড়ে উড়ে গেলে সেখানকার বাসিন্দারা কি রকম ভয় পেত ! ভাবুন, করোনায় আপনি আমি যতটা ভয় পেয়েছিলাম, তার চেয়ে অনেকগুন ভয় তারা পেয়েছিল।
করোনা ও যুদ্ধের বড় অমিল হলো যুদ্ধটা চাইলে থামানো যেতো, বিশ্বের বড় নেতারা চাইলে থেমে যেতো যুদ্ধ। কিন্তু তারা থামায় নি। করোনা ভাইরাস থামানো যাচ্ছে না কোন ভাবে। সম্ভবতঃ এটি প্রাকৃতিকভাবে থামবে।
২০২০ সালে নতুন কোন যুদ্ধ পৃথিবীতে লাগে নি। কারন যারা যুদ্ধ লাগায় তারাই করোনার টেনশনে ছিল। ২০২১ সালে যদি করোনার কারনে নতুন যুদ্ধ না লাগে, তাহলে করোনা ভাইরাসকে আমি স্বাগতম জানাবো। করোনা ভাইরাস অনেক জীবন শেষ করার সাথে সাথে অনেক জীবন বাচিয়ে দিচ্ছে।