স্টেট থেকে নেশন হলো পাশ্চাত্যের চিন্তা ভাবনা অর্থাৎ আমার রাজ্যের সীমানায় যে মানুষগুলো বাস করে তারাই আমার জাতি৷ এর বাইরের মানুষ নয়৷ সুতরাং তাদের প্রতি দায়বদ্ধতাও স্বার্থকেন্দ্রিক৷ আর নেশন থেকে স্টেট অর্থাৎ জাতি যেখানে সেখানেই আমার দায়বদ্ধতা, সেখানেই আমার স্টেটের অনাবাদী জমিন-এটা হলো ইসলামের উম্মাহ কনসেপ্ট৷ যেটা পালন করে ইসরাঈলের ইহুদিরা৷ একজন ইহুদি পৃথিবীর যেখান থেকেই হাত বাড়াবে সেখানেই ঈসরাঈলের হাত পৌছে যাবে৷ আমরা যদি জাতির উপাদান থেকে ধর্মীয় পরিচয়টা বাদ দেই,তাহলে আমরা বাংলাদেশী তেমন মার্কিনী,রাশিয়ান ইত্যাদি৷ যদি মার্কিন কোন নাগরিক পৃথিবীর কোন জায়গায় বিপদে পড়ে তাহলে কি হয় সেটা খুলে আর বলা লাগে না সবাই জানে৷ এই সচেতনাবোধ সবাই লালন করে সেটা বিভিন্নভাবে৷ শুধু মুসলিমদের ক্ষেত্রে সেটা সারা বিশ্ব ভুলিয়ে দিতে চায় জঙ্গিবাদের ভয় দেখিয়ে৷
Related Posts
সখের মৃত্যু ও মটিভেশন
- Post date 12/08/2017
- Posted in দর্শণ, শিক্ষা
মানুষ যুদ্ধ চায়
- Post date 25/09/2016
- Posted in দর্শণ, সমাজ চিন্তা
ছবি স্ট্যাচু মুর্তি
- Post date 29/04/2017
- Posted in দর্শণ
সমাজসেবা
- Post date 21/09/2017
- Posted in সমাজ চিন্তা