দেশপ্রেম = অন্যদেশ অপ্রেম

জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের সবচেয়ে খারাপ দিক হলো- অন্য জাতিকে না ভালবাসা। বেপারটা এমন-
দেশপ্রেম = অন্যদেশ অপ্রেম

ব্যাখ্যাঃ

প্রেম জিনিসটাই আপেক্ষিক। অন্যদেশকে যদি আপনি সমান ভালই বাসতেন তাহলে দেশপ্রেম নামক বস্তুকে সাম্প্রদায়ীকতার দায় দিতেন। গবেষণায় দেখা গেছে- বাংলাদেশের যারা নিজেদের দেশপ্রেমিক বলে বেড়ায় তারা মূলতঃ ভিন্ন দেশের নাগরিক বা ভিন্ন দেশ তাদের নাগরিকত্ব দিয়ে লুফে নিবে।

আসলে দেশপ্রেম অনেকটা স্লোক বা সংস্কৃতি। এটা আত্ম তৃপ্তির  এবং নিজেকে সুন্দরভাবে প্রকাশের একটা উপায়। নতুন শার্ট বা দামী মোবাইলফোন ব্যবহারের মাতো।

ধর্ম এবং বিভিন্নবাদ মাঝে মাঝে চেষ্টা করে মানুষকে আন্তর্জাতিকভাবে ভালবাসাতে। নিজ নিজ বাদ এবং ধর্ম কিছুটা পারে। কিন্তু সেই ভালবাসায় সবসময়ই জাতীয়তাবাদ বাধা, “দেশ” নামক অভিবাকের অধীনতায় বাধা।
এই বাধাকে অতিক্রম করতে অনেক জাতির নিজস্ব ভান্ড আছে। ভিন্ন ভিন্ন দেশে থাকা সত্বেও একে অপরকে সাহায্য করছে। এর সবচেয়ে বড় উদাহরণ যেমন ইহুদি জাতি। তাদের কাছে অনেক কিছু শিখার আছে।