31 Dec
সবাইকে ২০১৪ সালের শুভচ্ছা…
ভাবছি নতুন আঙ্গিতে ব্যক্তিগত ব্লগিং শুরু করবো।
আপনি কি নতুন কিছু ভাবছেন?…
31 Dec
মাঝে মাঝেই আমি আওয়ামিলীগকে বিএনপি আর বিএনপিকে আওয়ামিলীগ ভেবে ভুল করে ফেলি।
বিএনপি যখন (বর্তমান আওয়ামিলীগের মতো) একা নির্বাচন দিয়েছে। আর আওয়ামিলীগ যখন (বর্তমান বিএনপির মতো) আন্দোলন করেছিল সেই সময়ের কথা প্রায়ই মনে পরে…
আবার কখনো বিএনপি ক্ষমতায় আসলে বর্তমান আওয়ামিলীগের মতো আচরণ করার সম্ভাবনাই বেশি।
তবুও ইতিহাস আমাদের একটা জিনিসই বেশি শিখায় তা হলো – ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।
25 Dec
যখন বেশি টাকা থাকে তখন অনেক সময়ই বিভিন্ন যায়গায় খুচরা টাকা এলোমেলোভাবে থেকে যায়। মাসের শেষের দিকে যখন টাকার সংকটে পরি তখন ড্রয়ের, শার্ট-প্যান্টের পকেট, টেবিল ক্লথ হাতাতে থাকি।
এমন একটা বেপার হলো আজ। গত বছর রেখে দেওয়া একটা জ্যাকেটের পকেটে কিছু টাকা পেয়ে গেলাম। ড্রয়েরে অনেকগুলো পয়সা পেয়ে গেলাম। আর একটা কাগজের ভাজে ১০০ টাকার কয়েকটা নোটও পেলাম। সব মিলিয়ে ৫০০ টাকার কিছু বেশি… হাত খালির দিনে বেশ কাজে লাগবে…
21 Dec
Enjoying linux command! that should be enjoyed 10 years ago…
19 Dec
একটা অবাক বেপার লক্ষ্য করলাম, বিশ্বজিত হত্যার বিচারে যে সব ছাত্রদের শাস্তি হয়েছে তাদের পক্ষ হয়ে কোন দলের লোকই একটা কথাও বলে নাই। সবার চোখে এই সব ছাত্ররা ঘৃণ্য অপরাধি।
বিশ্ববিদ্যালয় অঙ্গনে পা রাখার আগে কিন্তু এরা অপরাধি হয়ে ওঠে নি। এই সব যুবকদের শক্তি ও সাহস দেওয়া হয়েছিল তারা যাই করুক ক্ষমতাসিন দলের লোক বলে পার পেয়ে যাবে। বড় ভাইয়ের ফোনে থানা থেকে মুক্তি মিলবে।
যেহেতু মিডিয়ায় ভিডিও ফুটেজ এসেছে, যেহেতু বিপক্ষ দলের অনেকগুলো ফাঁশির আদেশ হয়েছে, তাই এদের মুক্তি দিলে দলের ইমেজ নষ্ট হবে-তাই তারা পার পেলো না- কপাল খারাপ।
অর্থলোভি রাজনৈতিক দলের নেতা কর্তৃক ব্যবহৃত যুবকদের জন্য কেন যেন মায়া লাগে।
16 Dec
যুবক বয়সে ডাকাত দলের সদস্য ছিল এমন এক বৃদ্ধ নৌকা চালকের সাথে পরিচয় হয়েছিল। কথায় কথায় সে তার ডাকাতি করার যৌক্তিক কিছু কারণ ব্যাখ্যা করলো। ডাকাতদেরও যে আদর্শ আছে-এই সব আরকি। আপনার সাথে যদি কোন খারাপ কাজ করা কোন লোকের সাথে পরিচয় হয় তাহলে তাদের এমন কিছু যুক্তি সুনবেন যা একেবারে উড়িয়ে দেওয়ার মতো হবে না।
উদাহরণ সরূপ-টারমিনালে শীতের মধ্যে কুরকিমুরকি দিয়ে যে ছেলেরা এখন ঘুমিয়ে আছে। পরিবেশ ঠিক রাখার জন্য পুলিশ লাঠি পেটা করে ঘুম ভেঙ্গে দিচ্ছে। দামি গাড়ীতে করে কেউ তার সুসজ্জিত বেবি আর সুন্দরী স্ত্রী নিয়ে পাস কেটে চলে গেল।
সেই ছেলেটাএকটু বড় হলে তাকে যদি বলা হয় পুলিশের গাড়ীতে ঠিল মারো, গাড়ী পোড়াও- টাকা পাইবা। সে তখন খারাপ কাজের সাথে যুক্তি মিশিয়ে ভাল মানের সন্ত্রাসীতে পরিনত হবে।
আজ মহান বিজয় দিবস।
বিজয় দিবসেও অপর্মের সার্টিফিকেট হিসেবে মুক্তিযুদ্ধকে যুক্তি হিসেবে দেখাচ্ছে উভয় দলই।
-আওয়ামিলীগঃ আওয়ামিলীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তাই জোর করে ক্ষমতায় থাকাটা বৈধ।
-বিএনপিঃ গনতন্ত্রের আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই আন্দোলন এখনো চলছে।
আসল কথা হইলো- আমি ক্ষমতা চাই। দেশ চাবাইয়া খাইতে চাই….
10 Dec
শীতের সকালে গোসলে যাওয়ার আগে ভয়ে একটু হাটাহাটি….
3 Dec
বেশি অকৃতজ্ঞরা বেশি অসুখি।
30 Nov
অনেক দিন পর কোডিং করতে বসলাম।
ভাল কোডার না হলেও নিজের প্রোজেক্টের ডিজাইনের প্রাথমিক কাজটা নিজে না করলে ভাল লাগে না। যদিও সাইটের প্রোগ্রামিংএর অনেক অংশই অন্য কারো সাহায্যে করতে হবে।
এখন সেই আগের পদ্ধতিতে যে ওয়েব বানানো যাবে না তা বেশ ভাল করেই বুঝে ফেললাম। এখন ব্রাউজার সাইজ ডিটেক্ট করা, পিসি-ট্যাব-মোবাইলের জন্য তিনটা আলাদা সিএসএস লেখার বেপারটা প্রথমেই ভেবে নিতে হচ্ছে।
এইচটিএমএল৫ এবং সিএসএস৩ এর বেশ কিছু ডিজাইন ঘেটে বুঝতে পারলাম কিছু দিন পর ছবি দিয়ে লগো বানানোটাও পুরানো পদ্ধতি হয়ে যাবে। লগোটাকেও কোডে পরিনত করার চিন্তা করতে হচ্ছে।
29 Nov
ছেলেরা যে চরিত্রের গার্লফ্রেন্ড চায়
তার বিপরিত চরিত্রের বউ চায়
-ছেলেদের মন বড়ই রহস্যময়।
26 Nov
যাদেরকে অধিক বিনোদনাসক্ত মনে করেন
তারাই অধিক আসল বিনোদন বিমুখ।
আসল বিনোদনের আভাব দূর করতে এরা মোবাইল, ল্যাপটপ, টিভি, সিনেমা হাবিজাবি ইউস করতে করতে বুরা হয়। আমরা তাহাদের আধুনিক পোলা-মাইয়া বলি।
15 Nov
অনেক দিন ধরে নিজের বেশ কিছু (টেকি) সমস্যা অলসতার জন্য সমাধান করা হয় না।
দেখা গেল, একই সমস্যা সমাধানের জন্য আমাকে কেউ অনুরোধ করলো। অনুরোধটা এত বেশি যে সমাধানটা করে দিতেই হচ্ছে। সেই চান্সে নিজের সমস্যাটাও সমস্যাটাও সমাধান করা হয়ে গেলো।
এরকম ঘটনা একটা দুইটা না। অনেক অনেক নিজের সমস্যা অন্যের কারনে সমাধান হয়েছে। আজ যা হলো- এডসেন্স চেক রিফান্ড কিভাবে করতে হবে তা একজন জানতে চাইলো। নিজের একটা চেক এপ্রিল’১৩ থেকে ঘরে পরে আছে, সেটা আজ রিফান্ড রিকোয়েস্ট পাঠালাম।
11 Nov
খালেদা জিয়া গৃহবন্দির পর ঢাকার হরতাল বেশ হালকা হয়ে গেছে- দেখলাম। অনেক পয়েন্টেই ট্রাফিক জ্যামও দেখা গেছে। খুব সহজই বুঝা যায়- বিএনপি নিয়ন্ত্রণযোগ্য।
আওয়ামি লীগ একা নির্বাচন করেও দেশ চালাতে পারবে- বলে মনে হচ্ছে। তবে আওয়ামিলীগের বিরোধী কেউ না কেউ দাড়াবে, আর দাড়ানোর মতো শক্তি কেবল মোল্লাদেরই আছে- এভাবেই হয়তো আওয়ামিলীগ এর কারনে এ দেশে ইসলামপন্থিরা জনপ্রিয় হবে।
10 Nov
Both is never good…
9 Nov
বন্ধু বা বান্ধবিকে নিজের চেয়ে
মোবাইল বা ফেসবুককে বাস্তব/সরাসরি যোগাযোগের চেয়ে
বেশি গুরুত্ব দেওয়া একটা রোগ বলে মনে করি।
6 Nov
নির্দিষ্ট শাখা ছাড়া চেক জমা নেয় না। তাই অনেক দিন ধরে ১০৭ ডলারের একটা গুগল এডসেন্স চেক ঘরে পড়ে আছে। ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি চালুর কারনে আবারও গুগল এডসেন্স নিয়ে নতুন করে কাজ করার ইচ্ছা জাগলো। দেখি নতুন কি করা যায়….
5 Nov
পারিবারিক নিরাপত্তা বেস্টনিতে মেয়ে দেখা শুরু হলো গত শুক্রবার…
আমার চেয়ে আমার ভাগিনা-ভাগনিরা বেশি চিন্তিত। ইতি মধ্যে তারা মিটিং করে শর্ত দিয়েছে-এমন মামি আনতে হবে যে তাদের আদর করে।
Same Day
অফিসে এত কাজ…
একজনকে বলে ফেললাম, ভাই এত কাজ করতে পারবো না, আমারো তো ফেসবুক একাউন্ট আছে..
29 Oct
আজ বিকেলে সকাল হবে…
25 Oct
অশ্বথের শাখা
করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
করেনি কি মাখামাখি?
থুরথুরে অন্ধ প্যাঁচা এসে
বলেনি কি : ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার! –
ধরা যাক দু -একটা ইঁদুর এবার!’
জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
– জীবনানন্দ দাশ
23 Oct
ইদানিং বুঝতে পারছি,
নিজেকে গুরুত্ব দেওয়ার মাঝে বেশ প্রশান্তি আছে।
22 Oct
অন্ধ ভক্তরা বেশি আবেগি হয়।
আওয়ামিলীগ আর জামাতে অন্ধ ভক্ত বেশি।
তাই তাদের কথা বার্তা এত বেশি আবেগ রঞ্জিত থাকে যে মাঝে মাঝে আমজনতা বুঝতে পারে না সে কি বলছে অথবা কথা সুনে আম জনতা হাসা-হাসি শুরু করে দেয়।
ব্রেন ওয়াশ রাজনীতি করতে হলে নেতাদের ব্রেন ওয়াশমুক্ত থাকতে হয়। জামাত-কমিউনিস্টরা অনেক আগে থেকে ব্রেনওয়াশ রাজনীতি করে তাই তারা এটা জানে। ২০১৩ সালের আওয়ামিলীগকে উন্নয়নের রাজনীতির চেয়ে ব্রেনওয়াশ রাজনীতিকে গুরুত্ব দিতে দেখা গেছে। কিন্তু তারা পাবলিকের ব্রেনওয়াশ না করে নিজেরাই ব্রেন ওয়াশড হয়ে গেছে। আবেগের তারনায় হোক বা পাবলিকের ব্রেন ওয়াশ করতে হোক সাহেরা খাতুন 3G কে বঙ্গবন্ধুর স্বপন্ন বলছে। বঙ্গবন্ধু বাইচ্চা থাকলে অবশ্য কথাটা চালাইয়া দেওয়া যেতো।
21 Oct
বেহেস্ত থেকে বের করে দেওয়ার দিন/তারিখ কাছে এসে পড়লে বেহেস্তবাসি দোযখবাসি থেকেও বেশি কষ্টে থাকে মনে হয়।
অপর দিকে দোজখ থেকে মুক্তির দিন কাছে আসলে দোজখের আগুণ অনেকটা হালকা মনে হয় কিনা, আরেকটু উপভোগ করে নে দোজখটাকে। বেহেস্তে তো এই আগুনের স্বাদ নাই।
@খালেদা, হাসিনা
19 Oct
পাখি পোকা খায়।
পাখি মরে।
পোকা পাখি খায়।
13 Oct
ঢাকায় সিম্ফনি দামে স্যামসাং গরু পাওয়া যাচ্ছে।
ইম্পোর্টাররা এবারও দূঃখ ভারাক্রান্ত হয়ে বাড়ি ফিরবে মনে হচ্ছে।
12 Oct
ক্ষমতালোভী রাজনীতিবিদরা যখন আদর্শের রাজনীতি করতে যায় তখন একটা বিপত্তি ঘটে-
“আদর্শ চাইলে ক্ষমতা পাওয়া যাবেনা। ক্ষমতা চাইলে আদর্শ ঠিক রাখা যাবে না।”
তারপর তারা আদর্শ থেকে সরে এসে ক্ষমতার দিকে ঝোকে… তখন দলের উপরের পর্যারের আর নিচের মাঠ পর্যায়ের নেতা ও কর্মীদের মধ্যে আদর্শ দ্বন্দ্ব দেখা দেয়। অনেক নেতা এটাকে ব্যাখ্যা করে এভাবে যে, “উত্তরে যেতে হলে কিছু পথ পুর্বে, পশ্চিমে বা দক্ষিনেও যেতে হতে পারে” মাঠ পর্যায়ের নেতারা বোঝে যে, আর কখনো উত্তরে ফেরা হবে না।
অধিকাংশ ক্ষেত্রেই সঠিক আদর্শের লোকগুলোকে দলের আদর্শচ্যুতির সময় দল পরিবর্তন করতে হয়।
12 Oct (Private)
যে সব ভিডিও ভাঁস হলে এক সময় অভিনেত্রি অভিনয়ের যোগ্যতা হারাতো।
এখন সে সব ভিডিও ভাঁস না হলেই অভিনয়ের যোগ্য হয় না।
কিছু দিন পর থেকে অভিনয়শিল্পীরা নিজের স্ক্যান্ডাল নিজেরাই ছড়ানো শুরু করবে…
তার পর মিডিয়া কভারেজে আসবে… অনেক অভিনয়ের প্রোপোজ আসতে থাকবে…
8 Oct
২০১৩ সালের আগে আওয়ামিলীগের নেতারা মাদ্রাসার দিকে যেভাবে তাকাইতো ২০১৩ সালের পরে সেইভাবে তাকাতে পারবে না।
২০১৩ সালের আগে মাদ্রাসার ছাত্ররা আওয়ামী মিছিলের দিকে যেভাবে তাকাইতো সেই ভাবে আর তাকাতে পারবে না ২০১৩ সালের পর।
মাদ্রাসা চোখে আওয়ামীরা নাস্তিক, আওয়ামী চোখে মাদ্রাসা জঙ্গি – এখন।
7 Oct
ইলিশ কিনে বাসায় আসার সময় রাস্তায় কেমন যেন অহংকার বোধ কাজ করলো। (ওয়াস্তাগ ফিরুল্লাহ!!) এর চেয়ে বেশি দামে গরু বা খাসির মাংস বা মুরগি কিনলেও এই বোধটা হয় না।
3 Oct
নতুন এসে হুট করে সব কিছু যারা পাল্টে ফেলতে চায়
তারাই কিছু দিন পরে হুট করে পুরাতনের মতো পাল্টে যায়।
Same Day
অনেক দিন খালি পায়ে হাটা হয় নাই। গুলশানের এক মসজিদে জুতা চুরির পরে গুলশান থেকে বাড্ডা খালি পায়ে হাটা এনজয় করেছিলাম।
অনেক দিন খালি পায়ে হাটা হয় না।
আবারও জুতা চোরের অপেক্ষা করছি… খালি পায়ে হাটা এনজয়ের জন্য
1 Oct
সাকা চৌধুরী রাজাকারী কইরা যত বড় ভুল করছে তার চেয়ে বড় ভুল করছে আওয়ামিলীগে যোগ না দিয়া।
মুক্তিযুদ্ধের পর আওয়ামিলীগে যোগ দিয়া মুক্তিযোদ্ধা না হওয়া রাজাকাররাই শ্রেষ্ঠ বোকা। বেচারা বোকা সাকা
https://www.facebook.com/photo.php?fbid=735727299786692&set=a.613335625359194.154873.100000482873470&type=3
25 Sept
পক্ষ নিতে গেলে তেমন খুব একটা আদর্শ মানতে হয় না। চোখ বন্ধ করে পক্ষ নেওয়া যায়।বিরোধীতা করার ক্ষেত্রে কিছু আদর্শ মেনে চলতে হয়।
-বড় বিরোধ চলার সময় ছোট ব্যাপারে কৃচ্ছতা না করা।
-বিরোধীকে সমান অধিকার দেওয়া।
-বিরোধ চলাকালীন ছাড়া অন্য সময় বিরোধী ভাব না রাখা।
-বিরোধীতাকে আবেগ ও ব্যক্তিগত চাহিদার সাথে গুলিয়া না ফেলা।
-বিরোধী বিষয়কে অন্য বিষয় থেকে প্রাধান্য দেওয়া।
ইত্যাদি।
এই বিষয়গুলো জানতে ঢাল তলোয়ারের যুগের রাজকীয় ফিল্ম দেখা যেতে পারে। Troy ছবিটি দেখে বেশ কিছু জিনিস শিখেছি।
Same Day
আপনি উপকার করে যাচ্ছেন, সে হয়তো বুঝতেই পরছে না আপনি উপকার করছেন।
এক সময় উপকারটা বন্ধ করে দিলে, মনে হবে আপনি এত দিন অপকার করে যাচ্ছেন।
19 Sept
কিছু লোক ভাবে আর ফেসবুকে সুন্দর সুন্দর কথা লেখে। পাবলিকের লাইক খেতে ভালবাসে। কাজের কাজ কিছুই করে না। কিছু ছেলে/মেয়ে সুন্দর সুন্দর ফটো তোলে-আপলোড করে- পাবলিকের লাইক খায়। লাইক খেয়ে এরা বাঁচে।
কিছু লোক এই সব করে না- কোন একটা কাজে ব্যস্ত থাকে। একসময় অন্যের স্ট্যাটাসে তার খবর লেখা আর ছবি আপলোড হয়- সে জানেও না। তারাও লাইক খায়-কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না।
18 Sept
যখন একজন ব্লগার এক ঘন্টায় দুইটা ব্লগ লেখার যোগ্যতা অর্জন করে তখনই সে ব্লগিং ছেড়ে চলে যায়।
16 Sept
মিডিয়া কর্মির উষ্টা খাইয়া পরাও হিট খবর।
মাইয়া ফেসবুকারের Hi স্ট্যাটাসও হিট স্ট্যাটাস।
*উষ্টা= হোচট
15 Sept
Our Education System and Facebook is more than enough to kill creativity.
Same Day
দেশের সবাই ধনী হলে দু-চার জন দরিদ্রদের থাকা খাওয়ার অভাব হয় না। ধনীদের উচ্ছিস্ট দিয়ে ভাল ভাবেই চলে যায় দু’চার জন দরিদ্রের চাহিদা।
তেমনি চার দিকে নাচ, গান, নাটক, ফিল্ম, পার্টি আর বিনোদনের ছিটায়ও আমার দিন চলে যায়। পাসের ঘর থেকে প্রিয় কিছু ইংরেজী গান ভেসে আসছে…..
Same day
You are not caring your beauty, Someone is caring yours.
You are not checking your door lock, Someone checks.
You are not testing vulnerability of your sites, Someone is testing.
14 Sept
আরো তিনটা স্ট্যাটাস লিখে Only Me দিয়ে প্রকাশ করলাম।
দিন দিন Only Me স্ট্যাটাসের সংখ্যা বাড়ছে।
Same Day
অনেকে ধর্মানুভুতিতে আঘাতের চেয়ে রাজনীতি অনুভুতিতে আঘাতে বেশি কষ্ট পায়।
আর এ জন্য অনেক রাজনৈতিক স্ট্যাটাস লিখেও মুছে ফেলেছি।
14 Sept
রেস্টুরেন্টের বয়কে মামা-মামা ডাকতে ডাকতে বন্ধুরাও কবে যে “মামা” হয়ে গেছে টেরও পাই নাই। এক সময় ফোন করলে বন্ধুরা কইতো- “কিরে বেটা, তোর কান পাত্তা নাই….” এখন ফোন করলে “কিরে মামা! খবর কি… দেখা সাক্ষাত নাই যে..”
ভাবছি বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর বোন আসলে বলবো, “খালা কেমন আছো?” বন্ধুর বোন হয়তো চোখ মাথায় তুলে বলবো, “মাহবুব ভাই! কি বলতাছেন…!” বন্ধুর মাকে “আন্টি” না বলে “নানি” বলে ডাকলে মাইর খাওয়ার সম্ভাবনাও আছে।
12 Sept
গরু গুতো দিলে কোনটা করবো?
১. গরু গুতো দিয়েছে – তাই গরুর মাংস খাব না
২. গরু গুতো দিয়েছে তাই গরুকে গুতো দিবো।
৩. গরু গুতো দিয়েছে তাই আরেকটা গরু কিনে ঐ গরুকে গুতো দেওয়াবো।
৪. গরুর গুতো না খেতে হয় তেমন ভাবে চলবো।
—
কোন দেশের সাথে শত্রুতা হলে, কোনটা করবো?
১. সেই দেশের পণ্য বর্জন করবো।
২. সেই দেশ যেমন শত্রুতা করেছে ঠিক ঠিক সেইভাবে শত্রুতা করবো।
৩. নিজের পদ্ধতিতে শত্রুতা করবো।
৪. সেই দেশের কাছে মাথা নত করে চলবো,যাতে শত্রুতা না হয়।
12 Sept
পুতিনকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট মনে হচ্ছে।
“No one wants the United Nations to suffer the fate of the League of Nations, which collapsed because it lacked real leverage. This is possible if influential countries bypass the United Nations and take military action without Security Council authorization.”
নিউইয়র্ক টাইমসে তার লেখাটি বেশ গুরুত্বপূর্ণ মনে হলো-
http://www.nytimes.com/…/putin-plea-for-caution-from-russia…
11 Sept
হঠাৎ করেই ক্যালিগ্রাফী শিখতে মন চাইলো। ইংরেজী আরবি, চাইনিজ সহ অনেক ভাষায়ই ক্যালিগ্রাফী বেশ জনপ্রিয়। বাংলাভাষায় ট্রাই করবো ভাবছি।
চারুকলায় দক্ষ কেউ থাকলে জানায়েন প্লিজ…
http://en.wikipedia.org/wiki/Calligraphy
8 Sept
বাংলাদেশে আওয়ামীলীগ-আওয়ামীলীগ অথবা বিএনপি-বিএনপি সংর্ঘষের সংখ্যা ভিন্নদল-ভিন্নদল সংর্ঘের সংখ্যার চেয়ে বেশি। খুজে দেখেন, রাজনৈতিক হত্যাকান্ডের বেশিভাগই নিজের দলের দ্বারা ঘটছে। মনেহয়, কোন দলের সভাপতি মইরা গেলে সাধারন সম্পাদক খুসি হয়, কারন সে সভাপতি হয়ে টেন্ডারবাজি/চাঁদাবাজি ইত্যাদি করতে পারবো।
বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র চালু না থাকলে হয়তো খালেদা-হাসিনাকে এত দিন জীবিত থাকতে দেখতাম না। তার দলের উচ্চ পদস্থ লোকই তাকে শেষ কইরা নিজে দলনেতা/প্রধানমন্ত্রী হইতো। পরিবারতন্ত্র জিন্দাবাদ।
Same Day
সরকার যদি ব্যান্ডউইথগুলো মোবাইল কোম্পানীকে মাগনা দেয় তার পরেও থ্রিজি ইন্টারনেটের দাম খুব একটা কমে পাবেন না- এটা নিশ্চিত। কারন, লাইসেন্স নিতে যে পরিমান টাকা নেওয়া হইছে তার ব্যাংক সুদের টাকা তোলতেই কোম্পানীগুলোর জান যাবে। তবে বুদ্ধি করে মোবাইল কোম্পনীগুলো যদি পাবলিকের পিছনে ইনভেষ্ট করে তাহলে হয়তো কিছু কমে পেতে পারেন।
তারপরেও গ্রামগঞ্জে যদি ভাল গতি পাওয়া যায়…. সেই আশায় চোখ একটু জ্বলে উঠলো। থ্রি-জি (অনেক বছর পরে যদিও) কে ওয়েলকাম, সেই সাথে ডিজিটাল সরকারকে।
এটাচঃ কয়েকদিন আগের স্ট্যাটাস
Same day
অন্যের গুরুত্বের কারনে নিজের গুরুত্ব কমে যাবে এই ভয়ে যারা থাকে
প্রকৃতপক্ষে তারাই গুরুত্বহীন।
7 Sept
ইভটিজিংও একটা আর্ট কিন্তু। তবে এই আর্টের সাথে পরিচিত মেয়েদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। তাদের অনেকে ইভটিজিং উপভোগও যে করে সেটা কিন্তু ইভটিজার জানেই না। সাজুগুজু করে বের হলে কোন স্মার্ট ছেলে যদি ভাল মতো না তাকায় তাহলে কিছু মেয়ে কিন্তু বিরক্তও হয়। তবে মেয়েরা চায় সুন্দর ও মার্জিত ইভটিজার। এক্সামপল দেওয়া খুব সহজ- ফেসবুকে মেয়েরা ছবি আপলোড করলে যদি সুন্দরভাবে “বাহ খুব সুন্দর তো” বলেন তাহলে সেটা ইভটিজিং না। কিন্তু রাস্তায় সেই মেয়েটাকেই দেখে যদি “বাহ খুব সুন্দর তো” বলে ফেলেন- মেয়েটা যদি আপনাকে ভাল জানে তাহলে, ইভটিজিং না, বিরক্ত হলে সেটা ইভটিজিং ।
যাই হোক ইভটিজারদের সাথেই মেয়েরা প্রেম করে। প্রেমে পড়ার আগে মেয়েরা ইভটিজারের আর্টগুলোকে নিয়ে বান্ধবীর সাথে হাসাহাসিও করে। গোমরামুখি ভদ্র হাম্বলের সাথে আর যাই হোক প্রেম চলে না।
এত কিছু বলার মূল কারন একটা- “ইভটিজিং” নামে বাংলা ছায়াছবি বের হইতেছে, রাস্তায় পোস্টার দেখলাম। আমার স্ট্যাটাস এবং এই ছায়াছবি উভয়ই বখাটেদের উত্তক্ত্য করার মাত্রা বাড়াইবে- এ বেপারে সন্দেহ নাই।
6 Sept
একটা সময় ছিল, যখন রাজা-বাদশাহ-রাজপুত্রগণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে স্ব-শরীরে থাকতেন। যুদ্ধ করতেন। তখন তারা যুদ্ধ ঘোষণার আগে অনেক হিসাব-ই করে দেখতেন- কত রক্ত ঝরবে, কত মা’য়ের বুক খালি হবে… ইত্যাদি।
এখন সময় বদলেছে- যারা যুদ্ধ ঘোষণা দেয় তারা থাকে সবচেয়ে বেশি নিরাপদে। যারা নিজের হাতের আঙ্গুল কেটে গেলে মৃত্যুর চেয়ে বেশি কষ্ট পায় তারা দেয় যুদ্ধের ঘোষণা । অনুগতদের বীরদের ব্যবহার করে কা-পুরুষ নেতারা।
আমেরিকার বেশ কিছু সেনা সদস্যের টুইটগুলো পড়ে বুঝলাম তাদেরকে যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। ওবামাকে যদি সিরিয়ায় স্ব-শরীরে যুদ্ধ করতে যেতে বলা হতো তাহলে হয়তো সে যুদ্ধের পরিকল্পনা হাতেই নিতো না।
এটা সুনিশ্চিত যে, কিছুদিন পরেই আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিলেও অবাক হওয়ার কিছু নাই। অনেক অংশই রাশিয়ার উপরে নির্ভর করছে। তবে আমেরিকার আর্মিদের টুইটগুলো ইতিহাস হয়ে রবে যারা এই যুদ্ধের বিপক্ষে…
1. “I’ve been hearing a lot from members of our Armed Forces,” Amash tweeted. “The message I consistently hear: Please vote no on military action against Syria.”
2. I am USA police not of world.
3. I didn’t join the Air Force to fight for al-Qaida in Syria. Please do your best.
4. We Are Stretched Thin, Tired, And Broke.
4 Sept
অধিকাংশ মানুষই “তেল” ভালবাসে।
ঠিক মতো “তেল” না দিলে কেউ কেউ আপনার সাথে যুদ্ধও বাধাতে পারে।
আমেরিকার মতো।
1 Sept
সিরিয়াকে ধ্বংসস্তুপে পরিনত করা আমেরিকার দুই দিনের বেপার। কিন্তু এটা শুধু সিরিয়া-আমেরিকা যুদ্ধ না। এক পক্ষে সিরিয়া, রাশিয়া, ইরান, হিজবুল্লাহ অপর পক্ষে আমেরিকা, ইসরাইল, ফ্রান্স, সৌদি আরব, কুয়েত ইত্যাদি। আরো একটা পক্ষ আছে- এখন নিরব ভূমিকায়, সেটা হলো- বিদ্রোহী সিরিয়ান ও আল-কায়েদা নেটওয়ার্ক, যারা একইসাথে সিরিয়ার বাশার এবং আমেরিকা বিরোধী। তবে যুদ্ধ শুরু হয়ে গেলে অনেক কিছুই হতে পারে। মনেপরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা ছোট হলেও সারা পৃথিবীতে সেই যুদ্ধ ছড়িয়ে পরে… পৃথিবীটাই দুইভাগে বিভক্ত হয়ে পরে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে?….
Same Day
আজকের প্রথম আলো পত্রিকার প্রথম পাতাটা দেখে মনে হলো-এটা আমারদেশ পত্রিকা। প্রথমআলোর রং পরিবর্তন হচ্ছে…
১. ছাত্রলীগের দুই গ্রুপের গ্যাঞ্চাম ও চাপাতি দিয়ে কোপাকুপির ছবি
২. ছাত্রদলের দুই গ্রুপের থাপরাথাপরির ছবি
৩. ছাত্রলীগকে পড়ালেখায় মন দিতে বলেছেন-প্রধানমন্ত্রী
দিন দিন ছাত্ররাজনীতিতে শিবিরের সংখ্যা এবং প্রভাব তো বাড়বেই। ওরা নিজেরা কখনো গ্যাঞ্জাম করে না আর ওরা বিরোধীদের সাথে ব্যাপক গ্যাঞ্জাম করার সাথে সাথে নিজেরা পড়ালেখা করে এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলায় নিজেদের আধিপত্ব বিস্তার করার চেস্টা করে। কোনদিন মুক্তিযুদ্ধের বিরোধী জামাতের সংগঠন শিবির যদি এই দেশ দখল কইরা ফালায় আমওয়ামিলীগ শুধু পিচ্চি পোলা্পাইনের মতো রাজাকার রাজাকার কইরা চিল্লাইতেই পারবো… এদের না আছে আদার্শ, না আছে সাহস, না আছে দলনেতা ও দলীয় ভাইয়ের প্রতি ভালবাসা… যদিও আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক বলতে ভালবাসি।
31 Aug
এক বাড়ীতে বেশি দিন ভালই লাগে না। গুনে রাখলে অবশ্য সঠিকভাবে বলতে পারতাম, তবে গত ১২ বছরে ২০টির বেশি বাড়ীতে থাকা হয়েছে। নিজের বাড়ীতে কয়জন জীবন পার করতে পারে? কেউ গ্রাম থেকে ঢাকায়, কেউ বা বিদেশ, কারো চাকরী বাড়ী থেকে অনেক দূরে… এভাবেই জীবন কেটে যায়…।
তারপরেও…. বাসা বাধার জন্যই বাসা থেকে দূরে থাকার এত আয়োজন।
Same Day
গ্রাম থেকে শহরে চাকরী বা পড়ালেখা করতে আসা মেয়েরা শহরের উচ্চবিত্ত মেয়েদের দেখাদেখি ফ্যাশন অনুসরণ করতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলে। অনেক সময়ই আমি কয়েকজনকে ভুল ধরিয়ে দিয়েছি- কাউকে হয়তো বলেছি- এই স্কিন জিন্সটা তোমার ফিটনেসের সাথে মানায় না, কাউকে বলেছি- এই টি-শার্ট যারা পড়ে তারা সাধারনতঃ ওড়না পরে না। কাউকে বলেছি-তোমার মতো লাজুক মেয়ের লজ্জার সাথে পোষাকটা বেমানান। (ছেলেদের দৃষ্টিতে ইতস্ততঃ বোধকরা পোষাক না পড়ার পরামর্শ আরকি। আর পড়লে ইতস্তত না হওয়াই ভাল।) ভীড়ে বাসে গরমের মধ্যে স্যুট টাই পড়া কোন ব্যক্তিকে বলে ফেলেছি- ভাই আপনার কি গরম লাগে না? (যারা সব সময় স্যুটটাই পড়ে তাদের গরমে এসি বাসে চলাফেরা শ্রেয়)
কাউকে অনুকরণ করতে গেলেও কিছু পরিবর্তণ করে অনুকরণ করতে হয়। যারা এই দেশে ওয়েস্টার্ন কালচার বা আরবীয় কালচারের প্রাধান্য দিতে চান তাদেরও এই দেশের প্রেক্ষিতে সেই পরিবর্তনগুলো করে নিতে হবে, না হলে বেখাপ্পা লাগবে। হুট করে একটা কালচারের ভিতের আরেকটা কালচার বসিয়ে দেওয়া যায় না, কখনো…
30 Aug
মোবাইল দিয়ে ছবি তুলে প্যানোরমা ছবি বানানোর চেষ্টা করলাম। যেখানে দাড়িয়ে ছবি তুলেছি কিছু দিন পরে এখানে পিচ ঢালা রাস্তা হবে… গাড়ী চলবে… আমাদের বিকেলটা ছিনিয়ে নিবে। — at Niketan, Gulshan.
https://www.facebook.com/photo.php?fbid=719919284700827&set=a.613335625359194.154873.100000482873470&type=3
28 Aug
১. পোলাপাইন ফেসবুকে ফেইক আইডি খুলিবে অথবা শত্রুর ছবি ও নাম দিয়া আইডি খুলিবে। তাহার পরে যাহা ইচ্ছা তাহা লিখিবে। নিজের পরিচয়ে মুখে যাহা না বলা যায় তাহা অন্যের পরিচয়ে বলে যাওয়া সহজ।
২. পোলাপাইন প্রক্সি, আইপিহাইড, হটস্পট ইত্যাদি মচৎকার টুল ও টেকনোলজী ব্যবহার শিখিবে।
৩. যাহারা ডিডোস মারা শিখে নাই তাহারা ডিডোস মারা শিখিয়া মজা লুটিবে। যাহাদের টাকা আছে তাহারা ডিডোস প্রটেকটেড সারভার কিনিবে।
৪. কেউ বা ভিপিএস কিনিয়া রিমোট লগইন করিয়া সারাদিন বিদেশে বসার মতো ইন্টারনেটের চাক্কা ঘুরাইবে।
৫. ফেইক নাম দিয়া বিদেশি ডোমেইন হোস্টিং কিনিয়া সাইটে আবোল তাবোল ছবি, কার্টুন, লেখালেখি করিবে এবং তাহা শেয়ার করা শুরু করিবে।
৬. যাহারা বিদেশে থাকে তাহারা এইসবের সেল্টার হয়ে নিয়মিত নিজের দেশের পোলাপাইনের স্বাধীনতা রক্ষা করিবে।
27 August
খারাপ লোকটিও যদি জানে যে আপনি তার সম্পর্কে ভাল ধারণা রাখেন – তহলে সে অন্ততঃ আপনার সাথে ভাল হয়ে থাকার চেস্টা করবে।
(ব্যতিক্রম আছে)
25 August
পেছনে পেছনে অনেক দূর গেলাম।
জানি, মুখ দেখলে বেশি দূর যাওয়া হবে না।
পেছনে যেতে যেতে পেছনে পেছনে হেটা চলাকেই ভালবেসে ফেলেছি।
আসবো না সমনে কখনো…
Same Day
Study opposition to win the race.
24 August
The same history is recycling in Muslim worlds. The Algerian 1990 has come back to egypt in 2013. Reading history of Algeria to know the future of Egypt.
Iran and Turky are only lucky, islamic and independent country in middle east. How ever muslims are killing muslims in Seria. Pray for peace in the world.
Same Day
অনেক কাজের মধ্যে যে, দু একটা কবিতা আবৃতি করতে পারে।
অনেক রাগের মধ্যে যে হেসে ফেলতে পারে।
অনেক ব্যস্ততার মধ্যে যে নিশ্চিন্তে ঘুমাতে পারে।
তাকে কষ্ট করে সুখ খুজতে হয় না। সুখই খুজে তার কাছে চলে আসে।
22 Aug
You will feel very pleasure if the top most and lower most employees like you.
I am proud to have these pleasure in every office of my employment life.
20 Aug
বাংলাদেশের ওয়েব ব্যবসায়ীদের এক এক সময় এক একটা উত্থান যায়। সামহোয়্যার এবং বিডিজবসের ব্যবসায়ীক সফলতার পর অনেকে বাংলা ব্লগ ও জব সাইট বানানো শুরু করে। একটা সময় ছিল যখন সবাই এমএলএম স্ক্রিপ্ট দাড় করে ধান্দা করতো। ডেসটিনি বন্ধের পর তারা একটু ভয় খেয়ে পালায়। তার পর পিটিসির যুগ এল। পিটিসি সাইট করে আরেক চক্র অনেক কামাই করে নিয়েছে। Unipay2u বন্ধের পর সেই ধান্দা বন্ধ হলো। এবার দেশের জনপ্রিয় নিউজ সাইটের এক চোখা খবর প্রদানের প্রেক্ষিতে এবার শুরু হলো নতুন নতুন পত্রিকা সাইট ব্যবসা। তারা আরো বেশি একচোখা খবর প্রদান শুরু করলো। এখন আরেকটা মৌসুম শুরু হয়েছে ওয়েব মার্কেটে- তা হলো এলাকা ভিত্তিক রাজনৈতিক ওয়েবসাইট তৈরির হিরিক। এই সব Seasonal ব্যবসাগুলো যারা তৈরী করে তাদের লাভ বা ক্ষতি যাই হোক না কেন, দেশি ওয়েব ডেভলপারদের জন্য উপকারী-ই। তাই পরিচিত ওয়েব ডেভলপারদের উচিৎ নিজেদের মার্কেটিং ও টেকনিক্যাল টিমকে আরো বেশি Seasonal ও Dynamic করে তোলা। এই সব ধান্দাবাজদের সাপোর্ট দিতে দিতে আপনি নিজেকে ডেভলপ করে নিতে পারেন।
আর যারা ওয়েব ব্যবসায়ী তারা অন্যকে অনুসরণ না করে যদি ক্রিয়েটিভ কিছু করতে পারে, তাহলে হয়তো সফলতার মুখ দেখবে।
18 Aug
মানুষের প্রতি বিশ্বাস যাদের যত কম, তারা তত বেশি ভিতু…
Same day
সাহসীদের ধর্য্য কম থাকে, ভীতুদের ধর্য্য ধরা ছাড়া উপায় থাকে না- এতদিন এটা বিশ্বাস করতাম।
ইদানিং এই বিশ্বাসটাই পাল্টে যাচ্ছে…
সাহসী লোকের ধর্য্য দেখে অবাক হচ্ছি…
এই ধর্য্য শিক্ষা তারা কোথায় পেলো?
Same Day
এখানে উম্মাদ আছে। আছে বেমানান কেউ, বিদ্রোহী, সমস্যা সৃষ্টিকারী। বা মিশেল খায় না এমন কেউ। যারা ব্যাপারগুলো ভিন্নভাবে দেখে তারাই পরিবর্তন ঘটায়। তারাই মানব জাতিকে সামনের দিকে নিয়ে যায়। এবং যখন কেউ কেউ তাদের পাগল বলে, আমরা বলি জিনিয়াস।
– লেখক কে?
17 Aug
আদর্শহীন শক্তি নিজের অজান্তে নিজের বিরুদ্ধে বেশি পরিচালিত হয়।
শক্তিহীন আদর্শ টেকশই হয় না।
Same Day
আপনার আর আপনার বন্ধুদের আড্ডার সময় এলোমেলো চিন্তা থেকে তৈরী হওয়া ভবিষ্যতবানীগুলো যদি নিয়মিতভাবে ফলতে দেখেন তাহলে হয়তো রোমাঞ্চিত হবেন আর আরো কিছু ভবিষ্যতবানী দিতে মন চাইবে।
আমার এখন ভবিষ্যতবানী দিত মন চাইছে। যাদের দরকার যোগাযোগ করেন।
Same Day
অবরুদ্ধ মসজিদে নামাজরত মিশরীরা কেঁদেছে আর নামাজ আদায় করেছে। তা দেখে অনেক অমুসলিম আজ দুপুরে স্ট্যাটাস দিয়েছে- “Ours prayers with you.” রাজপথে নামাজের সময় অনেক মিশরী খৃষ্টান মুসলিমদের পাহাড়া দিয়েছে। মুসলিমদের এক দল খৃষ্টানদের চার্চ পাহাড়া দিয়েছে।
আর সৌদির রাজতান্ত্রিক বাদশা সেই ফেরাউনের বাচ্চাকেই সমর্থন করলো…। ক্ষমতার লোভ মানুষকে কতটা অমানুষ করে দেয় তা আজ আরেকবার দেখলাম। পৃথিবীর সব ঘৃণা এখন সৌদি আরবের রাজাদের দিকে… #মিশর #egypt
13 Aug
সর্বশেষ চাকরীটা পাওয়ার পরই হাতির ঝিলের পাড়ে একটা বাসা ভাড়া নিয়ে বসবাস আরাম্ভ করি। বেলকুনি থেকে রাস্তার কাজের জন্য বড় বড় যন্ত্রের ব্যবহার দেখে তাকিয়ে থাকতাম প্রায়ই। সারা রাত কাজ চলতো। মাঝে মাঝে গাড়ীর আওয়াজে অনেক রাতে ঘুম ভাঙত। ঝিলের পাস দিয়ে প্রতি দিন হেটে অফিসে যাই। ঝিলের চারপাসের রামপুরা, বনশ্রী, গুলশানসহ বিশাল এলাকার লক্ষলোকের মলমুত্র আর আবর্জণার নির্জাসে ঝিলের কালো পানি থেকে শীতকালে দূর্গন্ধ ছড়ানোর কারনে এই বাসায় মা আমার কাছে থাকতে পারলো না।
এখন হাতির ঝিলের চারপাসে প্রতিদিন কয়েক হাজার লোক আসে। প্রেমিক তার প্রেমিকার মুখের হাসির প্রতিচ্ছবি সেই পানিতে দেখতে চেস্টা করে। প্রেমিকা হয়তো আনমনে ঠিল ছোড়ে পানির যেখানে সুর্যাস্তের প্রতিবিম্ব দেখা যায় সেখানে। রাতের বেলার হাতির ঝিলের পাসে সাত রঙের ব্রিজলাইটের প্রতিবিম্ব দেখে দূরের যাত্রিরা অবাক হয়।
ঢাকায় আমরা যারা বিনোদনহীন পরিবেশে বড় হয়েছি, আর নতুন যারা বড় হচ্ছে তাদের কাছে পিজঢালা পথ, সোডিয়ামলাইট, ফ্লাইওভার, মোবাইল, কম্পিউটার, হিন্দি সিরিয়াল, সিনেপ্লেক্স, ওয়াটার বা খিমপার্কই প্রাকৃতিক বিনোদনকেন্দ্র – এই নিয়ে সন্তুষ্ট থাকাই ভাল।
https://www.facebook.com/bestofripon/videos/584545998235048/?hc_ref=ARTgJnFSlBPbL4LhFbnr4u7RD0BSi_KfSr8t-u4Vn-_vGDq-ravriQ2YQkdGqYWlbWw
31 May
কারো কাছে কিছু টাকা ধার চাইলে আপনাকে দিবে না। আপনি একটি দ্রুত ধনী হওয়ার ব্যাবসার কথা বলে বলবেন পার্টনার হন। দেখবেন ভুতে টাকা জোগার করে দিবে।
—
দ্রুত ধনী হওয়ার লোভ রোগাক্রান্ত মানুষের সংথ্যা বেশি ? নাকি ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে দ্রুত ধনী হতে চাওয়া মানুষের সংখ্যা বেশি ? -এই বেপারে একটা জরিপ করা দরকার।
—
যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্নে টাকা খোয়াইছে তাদের জন্য সেটা শিক্ষা মনে করে – গরীব ও সুখি হওয়ার স্বপ্ন দেখলে ধীরে হলেও ধনী হওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে।
28 May
Park becomes very cowded place at afternoon. Sitting place is becoming too conjusted here to understand if it is your girl friend or besider.
– From Niketon Park, Gulshan
25 May
Keep some love for whom you hate.
4 May
অনেক দিন পর গ্রামে গেলাম। সেই ছোট বেলার গ্রাম একটুও বদলায় নি। শুধু মানুষগুলো একটু পুরানো হয়েছে…
1 May
আপনি যদি সরল পথে চলেন তাহলে খুব বেশি কষ্ট করতে হবে না। নিজেকে সরল পথে সব সময় থাকার বেপারে সচেতন হওয়াই যথেষ্ঠ
বক্র পথের পথিকরা দুইভাবে আপনার উপকার করবে। আপনি যদি কখনো বা একটু বাঁকা পথে হাটেন তাহলে আপনার সরল পথের কথা মনে করিয়ে দিবে। বক্রপথে ঘুরপাক খেতে খেতে একসময় পথ হাটার আনন্দ হতাশায় পরিনত হয়ে থমকে যাবে।
30 Apr
গাড়ী দিয়ে বাসা থেকে অফিসে আসার সময় রাস্তার দুই ধারে অগনিত ভবনগুলোর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না।
অনেক ভবনের নির্মান কাজ চলছে… অবিরত।
মনেহলো- দের সহস্রাব্দের ঢাকা ধ্বংশ করার জন্যই আমরা এই ইমারত নির্মান করে যাচ্ছি। রিখটার স্কেল ১০ এর বেশি মাত্রার একটা ভূমিকম্ম ৫/৭ সেকেন্ড অবস্থান করে ঢাকার সভ্যতা/অসভ্যতাকে ঢেকে দিয়ে যাবে।
28 Apr
আজ শরীরটা অনেক দূর্বল কিন্তু শান্ত হয়ে গেছে।
আমিও কি আটকা পড়েছিলাম ধ্বংসস্তুপে?
বাংলার অনেক মানুষ বাইরে থাকলেও তারাও আটকা পড়েছিল ধ্বংস্তুপের ভেতরেই…
24 Apr
ঘটনাগুলো যখন ইতিহাসের পূনরাবৃত্তির মতো ঘটতে থাকে তখন অনেক কু-সংস্কারও বিশ্বাসের খাতায় যোগ হয়। অনেক ভবিষ্যতও বলে দেওয়া যায়।
Same day
অমুসলিম বিদেশীদের কাছ থেকে মুসলিমদের অনেক কিছুই শেখার আছে।
তাদের একটা বিষয় দেখলাম- বিপরীত মতাদর্শ বা ধর্মীয় আদর্শকেও তারা (বা তাদের অনেকে) মূল্যায়ন করে।
আর আপনি কি বলতে চান তা মন দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে। যে সব বিদেশীদের সাথে কাজ করেছি তাদের অধিকাংশই প্রথমে আপনার কথা শুনবে এবং নিজেকে সেইভাবে পরিবর্তন এবং তার সাথে তার আইডিয়ার মিশ্রণের মাধ্যমে নিজের আদর্শ প্রতিষ্ঠা করে।
অনেক ক্ষেত্রেই নাস্তিক বা অমুসলিমরা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার বাধা না। বরং ইসলাম প্রতিষ্ঠার বাধা হলো মুসলিমরা যারা জানে ইসলাম মানে নিজেকে পরিবর্তন করে নেওয়া আর সেই পরিবর্তন বিরোধীতাই মূল বাধা।
আমার অমুসলিম বন্ধুদের সাথে আলাপ হলে তাদের কাছ থেকেও ইসলাম প্রতিষ্ঠার অনেক দিক নির্দেশনা পাই। কিন্তু অনেক মুসলিম বন্ধুদের কাছে সেই কথা তোলাই যায় না, কারন এটা তাদের দুর্বল দিকগুলোকে মনে করিয়ে অস্থির করে তোলে। তারা দ্রুত ঐ বিষয় থেকে সরে আসতে চায়।
22 Apr
বিনোদনহীনতার মধ্যে আছে আরেক বিনোদন।
সেই বিনোদনের জন্য খুব বেশি কিছু করতে হবে না –
বিনোদন অনুসন্ধান বন্ধ করে বিনোদনহীনতাকে ভালবাসতে হবে।
Same Day
মিডিয়া এখন অন্দর মহলের বিড়ালে পরিনত হয়েছে।
খাওয়ার সময় ওরা “মিউ মিউ” করতে থাকে যা গৃহকর্তৃর কাছে কোন মূল্য নেই।
কখনো “মিউ মিউ” আওয়াজের মূল্য দিয়ে হয়তো তাদের কিছু কাটা খেতে দেওয়া হয় যার মূল্য বিড়াল সমাজে থাকলেও মানুষের তাতে কিছু যায় আসে না।
21 Apr
একটা সময়ের রাজনীতির ব্যাগ্রাউন্ড শক্তি ছিল সন্ত্রসী চক্র। সেই সময় অনেক লীগ ও দলের সন্ত্রাসীদের উম্মুক্ত অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখতাম। এমন কি যারা ভাল মতো অস্ত্রের নামও জানে না সেই সব স্কুল কলেজ ছাত্রদের ব্যাগেও বই এর সাথে দু-একটা মেশিন পাওয়া যেত। অনেক দুর্নীতির টাকাই তাদের পেছনে খরচ হতো।
এখন দিন বদলেছে।
এখন সেই টাকা ইনভেস্ট হবে মাদ্রাসাগুলোতে আর ইসলামী ভিন্ন ভিন্ন দলের পেছনে। তাদেরকে ব্যবহার করা হবে বিএনপি ও আওয়ামিলীগের স্বার্থ রক্ষার জন্য। এই পদ্ধতির প্রচলন কোন এক দিন বিএনপি এবং আওয়ামিলীগকেই ক্রস করে দিবে বলে মনে করি।
এটা কতটা সুফল বা কুফল বয়ে আনবে তা আল্লাহই ভাল জানেন।
20 Apr
ধার্মিকের সংস্কৃতি ধর্ম
অধামির্কের ধর্ম সংস্কৃতি।
Same Day
এ পর্যন্ত যে কয়টি প্রতিষ্ঠানে কাজ করেছি সব প্রতিষ্ঠানের ননটেকি বসদের অভিযোগ-
“আমি খুব কম কাজ করি।”
মাঝে মাঝে বলতে মন চায়- আইটির কাজই হলো মানুষের কাজ কমানো। আমি যদি আমার কাজই কমাতে না পারি তাহলে তো আমার আইটিতে কাজ করার যোগ্যতাই নাই। তাই প্রথমেই আমি আমার কাজ কমাই।
বিঃ দ্রঃ স্ট্যাটাসটি ফাঁকিবাজিকে হালাল করার জন্য দেওয়া।
Same Day
দৌড়াইয়া বেশি দূর যাওয়া যায় না।
বসে থেকে বেশি দূর যাওয়া যায়।
তবে কোথায় বসবেন সেটা ঠিক করতে হবে।
18 Apr
তারা পার্ক দিয়ে হেটা যাচ্ছেন। আসে পাসে কয়েকটা জায়গায় গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড লিভ কিস চলছে।
——————————————————————————————-
১. প্রগতিশীল নাস্তিক যুবক মনে মনে বলবে, বাহ! এখনই দেশটা স্বাধীন মনে হচ্ছে। অবশ্য এই অবস্থায়ও মেয়েটার গলায় ওড়না পেচানো! সাম্প্রদায়ীকতার ছোয়া এখনো এদের মধ্যে বিদ্যমান দেখছি।
২. মডারেট মুসলিম যুবক মনে মনে বলবে, জটিল এক জায়গা পেলাম। এই জায়গাটাতো বেশ নিরাপদ। সখিনার ঠোটগুলো কথা মনে পড়ছে। কালই সখিনারে এখানে নিয়ে আসবো।
৩. নামাজী যুবক মনে মনে বলবে, ছিঃ ছিঃ ছিঃ এই পার্কটার এই অবস্থা হয়েছে। পার্কেই এই কাজ করতে হবে? আর কোন জায়গা পেলি না…?
৪. তাবলীগ জামাতের যুবক মনে মনে বলবে, নাউজুবিল্লাহ! আল্লাহ আমাদের এই অশ্লিলতা থেকে দূরে রাখুন। ওয়াস্তাগফিরুল্লাহ…….।
৫. হেফাজতে ইসলাম কর্মী এটা দেখে পার্ক কর্তৃপক্ষের কাছে যাবে। বলবে, ভাই। পার্কের অশ্লিলতা বন্ধ করেন। না হলে আমরা আপনাদের বিরুদ্ধে জনমত গঠন করবো।
৬. শিবির নেতা বলবে, ঐ ছেলে এদিকে আসো। ঠাস ঠুস চড় থাপ্পর দিবো ছেলে-মেয়ে উভয়কে। আরেক দিন এই কাম করতে দেখলে রগ কাইট্টা দিমু।
৭. জঙ্গি মনে মনে বলবো, কালই এই জায়গায় বোমা ফিট করমু। দুই জন মরলে এই জায়গায় এই কাম করনের সাহস কেউ পাইবো না।
16 Apr
সারা জীবন রাজনীতি-মুক্ত চেতনা মনের ভিতরে লালন করলেও এখন রাজনীতি থেকে দূরে থাকতে পারছি না। কারন- ইদানিং কালের রাজনীতি শুধু রাজনীতি-ই না। এখানে একই সাথে আছে- নাটক-সিনেমা, গেম, সংস্কৃতি চেতনা, মুক্তি যুদ্ধের চেতনা, ধর্মীয় চেতনা, নাস্তিকতা, অভিনয় জগত, ব্যবসা , চটি ও সাহিত্য, প্রেম-ভালবাসা-ডেটিং-সেক্স, সৃজনশীলতা, ধ্বংশ প্রবণতা, নতুন নতুন শক্তির জন্ম-মৃত্যু, বাক স্বাধীনতা/অধীনতা আর বিভিন্ন মতাদর্শের মানুষের আবেগ টানাটানি করে খিচুরী তৈরী এবং তা পরিবেশন….
Same day
আদর্শ এমন হতে হবে, যা শুধু মাত্র অপেক্ষাকৃত ভাল আদর্শ ছাড়া অন্য কোন বিষয়ের কারনে পরিবর্তন হবে না।
কোন আদর্শের কারনে সাময়ীক ক্ষতি দেখেই তা পরিবর্তন করা আদর্শহীনতা।
15 Apr
অপসংস্কৃতির কোন নিদিষ্ট সীমানা নাই। আপনার কাছে যা সংস্কৃতি তা আরেকজনের কাছে অপসংস্কৃতি মনে হতে পারে। আপনার কাছে যা অপসংস্কৃতি তা আরেকজনের সংস্কৃতি হতে পারে।
সংস্কৃতি যদি রাজনীতিতে ব্যবহৃত হয় এবং কোন একটি সংস্কৃতির চেতনাভূক্ত রাজনৈতিক দল যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে ক্ষমতা লাভ করে, তাহলে আপনার সংস্কৃতিকে অপসংস্কৃতি মনে করে তা ব্যান করা হতে পারে। একই ভাবে, আপনার কাছে যা অপসংস্কৃতি মনে হয় তা সাংস্কৃতিক চেতনা ভেবে প্রচার করার মাধ্যমে বিস্তার লাভ করতে পারে।
13 Apr
যারা বেশি কষ্ট পায়
তারা বেশি কষ্ট দিতে জানে।
অধিকাংশ সময়ই যে কষ্ট দেয় তাকে কষ্ট ফেরত দেওয়া হয় না।
ফেরত দেওয়া হয় অন্য কাউকে… এভাবেই কষ্টে কষ্টে কষ্ট ছড়ায়…
11 Apr
আল্লাহ কখনো পরিস্থিতি এমন করেন,
মনুষ যা চাইতো না অখচ মানুষের জন্য প্রয়োজনীয় – তা মানুষকে চাইতে বাধ্য করেন।
আলহামদুলিল্রাহ।
8 Apr
এ বছর যারা এসএসসি এবং এইচএসসি পাস করবে তারা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।
ছোট বেলা থেকে Unlucky 13 কে কুসংস্কার ভাবতাম।
এবার তো দেখি এই কুসংস্কারকেও বিশ্বাস করতে হচ্ছে।
ভাবছিলাম, ২০১৩ তে বিয়ে টা করে ফেলবো, এখন তো Unlucky 13 এর ভয় ঢুকে গেল মনে।
7 Apr
আপনি কোন একটা আদর্শকে বাস্তবায়ন করতে চাচ্ছেন অথচ পারছেন না?
আপনার নিজের এবং আস-পাসের ছোট পরিসরে সেই আদর্শ বাস্তাবায়ন করুন
এবং সন্তুষ্ট থাকুন যে আপনার আদর্শ আপনি বাস্তবায়ন করতে পেরেছেন।
এটি যদি একটি ভাল আদর্শ হয় এবং আপনার পদ্ধতি যদি সঠিক হয়
পরের প্রজন্ম সেই আদর্শকে এগিয়ে নিবেই।
Same day
সবগুলো ঘটনা সুন্দরভাবে সাজানো এবং গোছানো।
কোন একটা ফলাফল আছে যা নির্ধারিত।
তাই জীবনের দূঃখগুলোকে নিয়ে হতাশ হওয়া বোকামি।
Same day
আপনি যদি বেশি কাজ করতে চান তাহলে আপনাকে কম কাজ করার শিদ্ধান্ত নিতে হবে প্রথম।
আর কম কাজ করতে হলে যা করতে হবে-
-বেশি কাজকে ছোট ছোট টুকরা করা।
-সেই টুকরাগুলো যোগ্য লোককে করতে দেওয়া।
-সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য যোগ্য লোক নিয়োগ।
কাজের ব্যাপ্তি অনুসারে উপরোক্ত তিন ধরনের কাজগুলো আরো বেশি ভাগ করে একই পদ্ধতি অবলম্বন করা।
Same day
খুটি থেকে ধীরে ধীরে দূরে সরতে সরতে যখন সীমানার বাইরে চলে যাচ্ছিল তখনি গলায় লাগলো জোরে টান। মনে হলো, খুটির কাছে ফিরে যাওয়ার চেয়ে দড়ি ছিড়ে সীমানার বাইরে যাওয়া সহজ। যার রশি শক্ত সে হয়তো খুটিতে ফিরে আসবে, যার রশি দূর্বল সে চলে যাবে সীমানার বাইরে।
3 Apr
খুব সাবধানে থেকো বন্ধু।
খুব সাবধানে থেকো।
পৃথিবীর কোন চাহিদা যাতে মহানবী (সঃ) এর প্রতি তোমার ভালবাসাকে এক বিন্দুও না কমায়।
পৃথিবীর কোন চাহিদা যাতে মহানবী (সঃ) এর বিরোধীর প্রতি তোমার ভালবাসা এক বিন্দুও না বাড়ায়।
কেয়ামতের দিন যখন সব আপনই পর হবে, তখন একমাত্র তার কাছেই সুপারিশের জন্য তোমাকে যেতে হবে।
খুব সাবধানে থেকো।
অনেক বেশি সাবধানে থেকো বন্ধু।
1 Apr
(যে কোন ইসলামী বই পড়ার আগে) প্রথমে পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়া উচিৎ। তারপর ছয়টি সহি হাদিস পড়ে শেষ করা উচিৎ। তার পর তাফসির পড়া শুরু করা উচিৎ।
আমাদের মধ্যে ধর্মান্ধতা প্রবেশ এবং অনেক দল উপদল হওয়ার কারন হলো- আমরা ইসলামের একটা অংশ জানি আরেকটা অংশ জানি না। আর এক এক দল উপদল তার মতো করে ইসলাম শিক্ষা দেয় এবং সেটাকেই সঠিক মনে করে। আবার আমাদের একটা অংশ সারা জীবন নিয়মিতভাবে নামাজ রোজা ইত্যাদি আমলের পরেও ইসলাম বিরোধী অনেক কাজ করি আর আশ্চর্যজনক বেপার হলো, এমন কথাও বলি যা কোরআনের আয়াতের সরাসরি বিপরীত। ইদানিং ইসলামী রাজনৈতিক দলগুলোর পক্ষে/বিপক্ষে কথা বলি- অথচ কোরআন পড়ি-ই নি। কোন ব্যক্তির কাছ থেকে ইসলাম শিক্ষা না নিয়ে সরাসরি পবিত্র কোরআন হাতে তুলে নিন। অর্থসহ পড়া শুরু করুন- আপনি নিজেকে কোরআন বোঝার জন্য যথেষ্ঠ মনে করুন।
আল্লাহর রহমতে, আমাদের কাছে অক্ষত অবস্থায় পবিত্র কোরআন ও হাদিস বিদ্যমান আছে। অথচ আমরা কত অভাগা যে এখনো অনেকে পড়ে দেখি না।
Same day
যখন দেখি, মা খুব মনোযোগ দিয়ে frozen bubble গেমটি খেলতে পারছে, তখন এন্ড্রয়েড ফোনটি কেনার সার্থকতা খুজে পাই। ভবছি আরো কিছু সহজ গেম ইনস্টল করে দাদি আর নানিকে মোবাইল গেম খেলা শিখাবো।
31 March
অলসতা বাড়ানোর চেষ্টা করছি।
সৃজনশীলতার জন্য অলসতা একটি জরুরী নিয়ামক।
30 March
যে ঘৃণা করে সে-ই সেই ঘৃণায় জ্বলে।
27 March
জীবনে সুখি হবার 5 টি উপায়:
1. ঘৃনাবোধ থেকে দূরে থাকুন।
2. অহেতুক দু:চিন্তা থেকে মনকে দুরে রাখুন।
3. সাদাসিধে জীবন যাপন করুন।
4. খুব বেশী প্রত্যাশা করবেন না।
5. সৃষ্টিকর্তার সাথে সম্পর্ককে আরো মজবুত করুন।
Same day
তোমার আদর্শ সৎ হলেও তুমি যদি সেই আদর্শকে সৎভাবে বাস্তবায়ন করার চেস্টা না করো, তাহলে তুমি হারবে।
তোমার আদর্শ অসৎ হলেও তুমি যদি সৎভাবে বাস্তবায়ন করার চেস্টা করো, তাহলে তুমি জিতবে।
https://www.facebook.com/photo.php?fbid=631653216860768&set=a.104992379526857.10707.100000482873470&type=3
23 Mar
চট্টগ্রাম একটা বাসায় ভাড়া থাকতাম। জানালার পাসে একটা আমগাছ ছিল। নতুন কুড়ি ঘ্রাণ ছড়ালো। কয়েকদিন পড় ছোট ছোট মুকুল হলো। আম গুলো ধিরে ধিরে বড় হতে লাগলো। জানালার পাসে বসে কম্পিউটারের কাজ করতাম আর নিয়মিত দেখতাম। আমগুলো বড় হলো।
হঠাৎ একদিন দেখি গাছে কোন আম নেই। বাড়িওয়ালা সব আম পেড়ে নিয়েছে। আমি মনের মধ্যে কেমন যেন ব্যাথা অনুভব করলাম। নিজেই বুঝলাম না কেন এই ব্যাথা।
ঢাকায় এখন যে বাড়িতে থাকছি, এই বাড়িতেও একটা আম গাছ আছে।
এখন ছোট ছোট আমগুলো দেখি…
জানি, কোন অধিকার নেই… তার পরেও ভালবাসা জন্ম নেয়।
22 Mar
অনেকে বিজ্ঞান দিয়ে ইসলাম ব্যাখ্যা করার চেস্টা করে। এটি আমার অপছন্দের আরেকটি বিষয়। ইসলাম ব্যাখ্যা করতে হবে নিজের আচরণ দিয়ে।
কোন প্রকার যুক্তি, তর্ক, দর্শণ ছাড়া ইসলাম ধর্মে বিশ্বাস করতে হবে। কোন রকম অজুহাত ছাড়া কোরআন হাদিস মতো চলতে হবে। আর আল্লাহ যাদের হেদায়াত না দিবেন চাঁদ দুইভাগ করে দেখালেও ঈমান আনবে না।
21 Mar
অসৎ লোকে কাছ থেকে সৎ লোকের অনেক বেশি কিছু শেখার আছে।
সৎ লোকের কাছ থেকে অসৎ লোকের শুধু মাত্র “সততা” শেখার আছে।
14 Mar
অনেক দিন আগের লেখা একটা স্ট্যাটাস আবার লিখতে মন চাইল,
“জনপ্রিয় হওয়ার চাইতে ভাল হওয়া কঠিন।”
Same day
ব্যাপক Training Day পার করলাম।
১. সকালে Gender Policy, Woman Right নিয়ে
২. দুপুরে ওয়েব ডেভ ও কনটেন্ট ম্যানেজমেন্ট
৩. বিকেলে বিটিসিএলের লাইন দিয়ে ডেমো কল সেন্টার সেটআপ ও ম্যানেজমেন্ট
তিন স্টাইলের তিনটা ট্রেনিং এর মাথার চুল পড়ার আবস্থা। এখন অফিসের নেট ব্যান্ডউইথ বাড়ানোর দরখাস্ট আর কিছু কেরানীগিরি কইরা বাসায় ফিরুম।
13 Mar
মিশারী আল-আফাসি আমার অনেক প্রিয় ব্যক্তি। তার কন্ঠে পবিত্র কোরআন শুনে এমনিতেই চোখে পানি চলে আসে। অথচ অর্থও বুঝি নাই। পবিত্র কোরআনের মুজিজা নিজে অনুভব করে আমি অবাক! আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে ইসলামের সুন্দরতম অনুভুতিগুলো অনুভব করার ক্ষমতা দিয়েছেন।
10 Mar
ছোট বেলা গ্রামে বেড়াতে গিয়ে এক পাগল দেখছিলাম। একা একা সারা দিন কথা কয় আর অদ্ভুতভাবে হাত নারায়। দেখে অনেক ভয় পেতাম।
মাঝে মাঝে রাস্তায় এমন কিছু লোক দেখি, কানে ব্লুটুথ স্প্রিকার লাগাইয়া জোরে চিল্লায় আর হাটে। আর আমার ঐ পাগলের কথা মনে হয়
ফেসবুকে চ্যাটের সময় হাসতেছিলাম, আর ছোট ভাগনি কয়, কি বেপার মামা, পাগল হইছো নাকি?
আজ টেক নিউজ শোনলাম, হাতের ইশারায় চলার মতো কম্পুটার চলে আসছে। দুর থেকে অঙ্গভঙ্গিতেই কম্পিউটার নিদের্শ বুঝে নিবে।
এবার বুঝলাম, প্রযুক্তি মানুষরে ঐ গ্রামের পাগলটার মতো না বানাইয়া ছাড়বো না।
8 Mar
তোমার সময় সংক্ষিপ্ত। তাই আরেকজনের জীবনানুসারে তুমি তোমার জীবনধারণ করে সময় নস্ট করো না। -স্টিভস জবস
Same day
হঠাৎ বড়লোক হওয়া লোকের হিসাব নিকাশে সচেতন হওয়া উচিৎ
হঠাৎ জনপ্রিয় হওয়া লোকের কথা-বার্তা সাবধানে বলা উচিৎ
হঠান নতুন অবস্থানে যাওয়ার পর কাজকর্ম সাবধানে করা উচিৎ
যতই বড় হোন… আগের ছোটত্বের কথা অস্বীকার করবেন না, বরং স্বরণ করবেন- এতে সম্মান কমে না- বাড়ে।
Same day
এ বছর যারা গাড়ী কেনার পরিকল্পনা করেছেন তারা গাড়ী না কিনে এম্বুলেন্স কিনতে পারেন এবং রুগি সেজে সুয়ে আহ-উহ-কো-কো শব্দে অভিনয় করে হরতালের মধ্যে যাতায়ত করতে পারেন।
6 March
আজ কয়েকবারই রিকসায় উঠতে হয়েছে। আজ কোন রিকসাওয়ালাই দর কাষাকষি বা “যাব না” বলে নাই। বরং আরেকটু বেশি রাস্তা গিয়ে কিছু টাকা চেয়ে নিয়েছে। কাল হরতাল হতে পারে এমনটা ভেবে তারা কয়েকদিনের খাদ্য সঞ্চয়ের জন্য যে পরিশ্রম করে গেছে- তা ঢাকার রাস্তা দেখলে বুঝা যায়।
দেশের পরিস্থিতিতে তাদেরই ক্ষতি বেশি-এটি কি রাজমহলে থাকা রাজনীতি ব্যবসায়ীদের বোধগম্য হবে?
Same day
ভাই,আপনাদের ব্যবসার জন্য আমাদের ব্যবসা বন্ধ করুম কেন?
আপনারদের ব্যবসা আপনারা করেন আমাদের ব্যবসা আমরা করি। @রাজনীতিব্যবসা সমিতি
Same day
প্রাইভেট রাস্তাঘাট বানানো গেলে ভাল হইতো…
যেখানে থাকবো না কোন গনতন্ত্র, হরতাল, অবোরধ, পিকেটিং, মিছিল, সমাবেশ।
Same day
দুইভাবে ক্ষতি করা যায়-
১. ভালবেসে
২. ঘৃণা করে
ভালবেসে যত বেশি ক্ষতি করা যায় ঘৃণা করে ততটা ক্ষতি করা যায় না।
25 Feb
এক এক জন মানুষের জীবন ধারা এক এক রকমের। তাদের ভালবাসা ও ঘৃণা চার পাসের পরিবেশ থেকে তৈরী হয়। আর তাই তো, একজনের হাজার যুক্তিও আরেকজনের কাছে অগ্রহ্য হতে পারে।
কাউকে যুক্তি দিয়ে না বুঝিয়ে তার পরিবেশটাকে এমন করে দিতে হবে যাতে আপনার কথাটি না বললেও বুঝতে পারে।
22 Feb
জাকির নায়েকের একটি কথা বেশ ভাল লাগে,
যদি তোমাকে কেউ ঢিল মারে, তুমিও তাকে ঢিল মেরো না। তুমি এত উপড়ে চলে যাও যাতে ঢিল তোমাকে স্পর্শ না করতে পারে।
17 Feb
বেশ কিছু বই না পড়লে জীবন অপূর্ণ থেকে যাবে মনে হচ্ছে। বই মেলায় ঘুরে কিছু বই কিনবো।
অনেক দিন কবিতা পড়া হয় না। জীবনান্দ দাসের কবিতার ভক্ত হওয়ার পরে আর কারো কবিতা তেমন টানে না।
আমার জন্য কিছু বই রিকমান্ড করলে উপকৃত হবো।
5 Feb
Think More.
Do Less But Effective.
3 Comments
[…] ২০১৩ সালের ফেসবুক স্ট্যাটাস এই লিংকে […]
[…] ২০১৩ সালের ফেসবুক স্ট্যাটাস […]
[…] বা কোন একটি ইমেইল পাঠান বা আপনি হয়তো ফেসবুকে একটি স্ট্যাটাস লিখলেন, টুইটারে টুইট করলেন। […]