যোগ্যতা জিনিসটা আপেক্ষিকতায় ভরা।
যারা বলে যোগ্যতা থাকলেই চাকরী হবে তারা যোগ্যতা বলতে কি বোঝে?
আপনাকে যোগ্য হতে হলে সঠিক সময়ে সঠিক জায়গায় অবস্থান করতে হবে। কোন একটা জায়গায় কোন সময়ে যদি কাজের লোকের চাহিদা না থাকে, আপনার যোগ্যতা থাকলেও চাকরী হবে না।
বাজারে যে সময় টমেটো বেশি ওঠে তখন কিন্তু টমেটোর ভিটামিন ও অন্যান্য নিউট্রেশন কম থাকে না। তার পরেও দাম দশ টাকা কেজি হয়। অফ সিজনে দাম দেরশ টাকা কেজিও হয়।
চাকরী বাজারে মানুষও পন্য। ভদ্র ভাবে বললে মানুষের সময়টা পন্যের মতো।
জাতিয়তাবাদ বা দেশপ্রেম টাইপের ফালতু খপ্পরে পরে অনেকেই সঠিক জায়গায় সঠিক সময়ে পৌছাতে পারে না। নিজের অনেক ইফোর্ট থাকা সত্ত্বেও কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার পরে থাকে।
নিজের স্কিল ডেভলপমেন্ট করার ক্ষেত্রেও বুঝতে হবে কোন ধরনের লোক বাজারে পাওয়া কঠিন। সেই স্কিলগুলো থেকে শিখতে হবে।
আপনার যা ভাল লাগে তা করুন এই যুক্তি সবার জন্য না, সবাই বড় ইনোভেশন করতে পারবে না, অনেককে চাকরী করতে হবে।
যে কাজের চাহিদা বেশি কিন্তু সেই ধরনের স্কিল পাওয়া যাচ্ছে না, আপনাকে সেই কাজ শিখতে হবে।
Photo by Michael Burrows from Pexels