শিশুর হীনমন্যতা

ধনী হওয়ার বাসনাটা শিশুকাল থেকে মাথায় ঢোকে। দরিদ্র বাবা মায়ের শিশুরা ঈদে এবং স্কুলে গিয়ে ধনী শিশুদের সার্নিধ্যের মাধ্যমে নিজেকে অগুরুত্বপূর্ণ দেখে কষ্ট পায়, হিনমন্যতা তার মাথায় ঢুকে যায়। সেটা অনেকের কৈশর ও যৌবনের উদ্দিপ্ততাকেও ম্লান করে দিতে পারে। আর শিশুদের শিক্ষা দেওয়া উচিৎ সে যেন তার কোন মূল্যবান জিনিস নিয়ে অধিক গর্ব না করে … Continue reading শিশুর হীনমন্যতা