বাংলাদেশের পাঠ্যপুস্তকে ইংরেজীর পরিমানই বেশ কম। প্রাথমিক বিদ্যালয়েই ইংরেজীর ভীত দূর্বল হয়ে যায়। বাবা মায়েরা দেখে ইংরেজীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ইংরেজীতে ফুল মার্কস পাচ্ছে। বাস্তবে ইংরেজীতে রিডিং-ই পড়তে পারে না।
রিডিং ভাল করতে হলেঃ
একজন শিশুর রিডিং ফ্লুয়েন্ট করতে হলে তাকে ১৫০ থেকে ৫০০ ঘন্টা রিডিং পড়তে হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেনীর বাংলা বইয়ের কনটেন্ট এবং ইংরেজী বইয়ের কনটেন্ট তুলনা করুন। দেখবেন ইংরেজী বইয়ে রিডিং করার মতো কনটেন্ট নাই। ছোট ছোট শব্দের গল্প বা রচনা নাই। বাংলা বইয়ে ঠিকই আছে। দ্বিতীয় শ্রেনীতে উঠে ছাত্ররা বাংলায় ফ্লুয়েন্ট রিডিং পড়তে পারলেও ইংরেজীতে রিডিং পড়তে পারছে না। অথচ তারা উভয় সাবজেক্টে ১০০ তে ১০০ নম্বর পাচ্ছে।
তৃতীয় শ্রেনীতে উঠে তারা অনেকে মক্তবে কোরআন শরীফ রিডিং পড়া শিখে গেছে। কিন্তু ইংরেজী পড়তে পারছে না। ফলে যত উপরের ক্লাসে যাচ্ছে তার ইংরেজীর ভয় আরো বাড়ছে। এসএসসি ও এইচ এসসিতে ফেল করা ছাত্রদের অর্ধেকের মতো ইংরেজীতে ফেল করছে।
লিসেনিং ও স্পিকিং
বলতে গেলে প্রথমিক বিদ্যালয়ের কোন শিক্ষকই ইংরেজীতে কথা বলতে পারে না। ছাত্ররা কিভাবে ইংরেজী বুঝতে পারবে? স্পিকিং তো আরো দূরের বিষয়। গ্রাজুয়েশন করার পরেও আমরা বিদেশে গিয়ে কথা বলতে পারি না। ১৫ বছর আমরা কি ইংরেজী শিখি?
রাইটিং
আমাদের ছাত্ররা রাইটিং এ ও দূর্বল হয়ে পড়ে। রাইটিং মানে মনের ভাব ইংরেজীতে লিখতে পারা। কিছু ছাত্র ইংরেজীতে রাইটং এ ভাল হয় হাইস্কুলে এসে- চাপে পরে। প্রথমিক বিদ্যালয়ে যেই লেভেলের রাইটিং স্কিল দেখা যাওয়ার কথা সেই স্কিল তাদের হাই স্কুলে হয়।
তখন তাদের প্রচুর চাপ পরে।
সমাধান কিভাবে হতে পারে?
০১. রিডিং পড়ানোঃ প্রাক প্রাইমারী ও প্রথম শ্রেনীতেই দুই বছরে তাদের ৩০০ ঘন্টা রিংডিং পড়ানো হবে। পড়ানো মানে, ছাত্র/ছাত্রী নিজে পড়বে। ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ছোট শব্দগুলো নিজে পড়বে বড় শব্দগুলো বলে দেওয়া হবে। ধীরে ধীরে বড় শব্দগুলো বার বার আসতে থাকবে। সে তখন আরো বেশি শব্দ একবারে বানান না করে উচ্চারণ করতে শিখবে।
০২. বই সংগহঃ যেহেতু সরকারী বইয়ে পর্যাপ্ত কনটেন্ট নাই। তাই ইংরেজী গল্পের বই সংগ্রহ করতে হবে। সহজ শব্দে রঙ্গিন ছবিসহ বই থাকবে। সেখান থেকে তাদের পড়াতে হবে। ইংরেজী মিডিয়ামের স্কুলে পড়ায় এমন অনেক গল্পের বই আছে।
০৩. ফনিক্সঃ একই রকম উচ্চারণ হয় এমন শব্দ তালিকা করে পড়াতে হবে। এটাকে Phonics Word বলে। আরবী কায়দায় আমরা একই রকম শব্দ শিখেছি।
যেমন-
night, might, fight, tight, eight
none, come, done, some,
count, sound, found, noun ইত্যাদি।
রিডিং এ ভাল করতে আরো অনেক কিছুই করা যেতে পারে তা আপনারা মতামত দিন।