এই আমি

আমি মোঃ মাহবুব আলম। ঢাকায় জন্ম ও পড়ালেখা। কম্পিউটার সাইন্সে ২০০৭ সালে বিএসসি পাস করি। বেশ কিছু অনলাইন উদ্যোগের সাথে বিভিন্ন সময় জরিত ছিলাম। বর্তমানে লান্তাবুর গ্রুপে ব্যবস্থাপক, আইটি হিসেবে কর্মরত আছি।

ব্লগ লিখি অনেক দিন। প্রায় পাঁচ সাত বছর তো হবেই। এর আগে এডসেন্স, ফ্রিল্যান্সিং করতাম, চাকরীর পাসাপাসি।

ছোট বেলা আমার একটা বাগান ছিল। সেটা করে আমি যত আনন্দ পেয়েছি, অন্য কোন কাজে পাই নাই। ভবিষ্যতে আমি বেকার লোক হয়ে থাকতে চাই, যদি না পারি তবে কৃষক হতে চাই।

এই ওয়েবসাইট?

এটা আমার নিজের সাথে আর আপনার সাথে কথা বলা। আমি নিজেকে আরেকটু আমার মতো করতে চাই। আমি নিজে যা বিশ্বাস করি তা হয়তো করি না। সমাজ পরিবর্তনের চেয়ে নিজেকে পরিবর্তন করতে চাই বেশি। অনেক লেখাই সমাজ পরিবর্তনের চেষ্টা মনে করা হতে পারে, আমি এত বড় দায়িত্ব নিব না। তবে কিছু জিনিসের খোলসমুক্ততা দেখতে চাই। সে জন্য হয়তো কোন প্রতিবাদ থাকতে পারে কোন লেখায়। নিজের পরিকল্পণা আর গোছানোর চেষ্টা দেখবেন। সেই লেখা আপনার জন্য নাও হতে পারে- অযথা দুঃখ পারেন না। আমার লেখা আপনি পড়ে থাকলে তার জন্য ধন্যবাদ।

আমার লেখায় আপনার মতামতের জন্য উম্মুক্ত।

ধন্যবাদ।

আমার  Linkedin

আমার Facebook