ছোট বেলা থেকে স্কুল কলেজে টাকা আয় করা শিখায়। আমরা যাতে চাকরী করতে পারি এমনভাবে যোগ্য করে গড়ে তোলা হয়। কিন্তু ধনীরা এভাবে ধনী হয় নাই। তারা টাকা সম্পর্কে যা জানে আমরা তা জানি না।
ব্যক্তিগত অর্থনৈতিক গাইডলাইন, ট্রেনিং এবং কনসালটেন্সী দরকার হলে আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন। প্রথমে আপনার অর্থনৈতিক অবস্থা জানবো তার উপর ট্রেনিং ম্যাটেরিয়াল সাজাবো। এই কনসাল্টেন্সী-
- আপনাকে আর্থিকভাবে সচেতন করবে।
- কোন প্রতারক আপনার টাকা মেরে খেতে পারবে না।
- আপনি আপনার টাকা ব্যবহার করে টাকা বাড়াতে পারবেন।
- ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন করবে।
প্রতিটা মানুষের চাহিদা, মিশন, ভিশন আলাদা। আয় আলাদা, ইনভেস্ট করার চিন্তা চেতনা আলাদা।
এক জন এক জন করে ভিডিও কলের মাধ্যমে লাইভ শিখানো হবে। তবে মোটামুটি যা শিখতে পারবেন তার একটা রূপ রেখা এমন –
- সময় কালঃ দুই থেকে তিন মাস।
- প্রিমিয়াম টেক্সট কনটেন্ট যার বেশিভাগই প্রকাশ করা হয় নাই – ৫০ টি।
- সপ্তাহে লাইভ কথা বলা এক দিন।
- সর্বোচ্চ লাইভে কথা বলা ২ থেকে ৩ দিন।
- এক জন – একজন লাইভে কনসাল্টেন্সি ও ট্রেনিং।
- লাইভ টাইম ফ্রি কনসাল্টেন্সী।
খরচঃ যোগাযোগ করুন।
যোগাযোগঃ https://www.facebook.com/mahbubtuto