উদারতা

#উদারতা

কম উন্নত দেশের মধ্যে সাউথ আফ্রিকার রামাফোসাকে বিচক্ষণ ও উদার মনে হয়, যদিও তার সম্পর্কে কম জানি।

তিনি কয়েকবারই গ্রেটার আফ্রিকার কথা উল্লেখ করেন। ভিসামুক্ত আফ্রিকার কথা তিনি বিভিন্ন বক্তিতায় বলেছেন।

ভারত যদি উদার ও বিচক্ষণ হতো (আমার মনে হয়) এত দিনে চীনকে ছাড়িয়ে যাইতো। এমনকি বাংলাদেশের কিছু না করেও একত্রিতভাবে লাভবান হতো।

উদার হতে হলে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থকে বিসর্জণ দেওয়ার মতো দুরদৃষ্টি থাকতে হয়। উদারতার বিষয়ে আরো জ্ঞান আমাদের আহোরণ করতে হবে। #উদারতা

#উদারতা

নিজ স্বার্থেই বাংলাদেশ একসময় রোহিঙ্গাদের বাংলাদেশীদের সাথে মিশে যেতে দিবে। সেটা এখনই করা উচিৎ। রোহিঙ্গা সমস্যার কবর দেওয়া উচিৎ।

কিন্তু জনগণ মানবে না।

বলবে নানান সমস্যা হবে। কিন্তু জানেই না যে, যত লোক ক্যাম্পে আছে তার কাছাকাছি সংখ্যক লোক অলরেডি মিশে গেছে গা। গত বিশ ত্রিশ বছরের বিভিন্ন সময় তারা আসছিল, এই দেশের নাগরিকদের সাথে তারা মিলে মিশে গেছে।

হতে পারে, আপনার বা আমার দাদার দাদার দাদা বা তার দাদা বা আগের কোন দাদা অন্য কোন দেশ থেকে এইখানে আইসা বাচ্চা জন্ম দেওয়ায় আপনে বাংলাদেশি।

#উদারতা

স্কুল, মাদ্রাসা, কলেজ বা অফিসের ড্রেসকোডের কঠোরতা অনেক সময়ই অমানবিক হয়ে দেখা দেয়।

গরমের দিনে পাবলিক বাসে স্যুট পরে অনেককে যাইতে দেখছি। আবার স্কুলে সাদা শার্ট ময়লা হওয়ায় অথবা ভিন্ন শার্ট পরায় স্যার ছাত্রকে পিটাইছে- তাও দেখছি।

#উদারতা

সত্যিকারের উদার ও মানবিক মানুষ হইতে হলে আপনাকে প্রথম ত্যাগ করতে হবে দেশপ্রেম ও জাতীয়তাবাদিতা। অন্য দেশের মানুষ আপনার দেশে আসলে সে হয় অবৈধ- আপনি গেলে হন অবৈধ। পুলিশ এসে এরেস্ট করে নেয়।

অথচ এই ধারণাটা একেবারেই নতুন। রাষ্ট্র বা রাজ্য ধারণাটা তৈরীর পর এগুলা শুরু হইছে।

ক. এরপর দেখা গেল, দেশে দেশে বর্ডার তৈরী হওয়ায় উভয়েরই ক্ষতি হচ্ছে। তারপর রাষ্ট্রগুলা ইকনোমিক জোট তৈরী করা শুরু করলো। ইউনিয়ণ তৈরী করা শুরু করলো। আমদানী রপ্তানী ট্যাক্স সুবিধা বিনিময় শুরু করলো। ধারাবাহিকভাবে হয়তো রাষ্ট্রগুলা মার্জ হয়ে যাবে।

খ. দরিদ্র নাগরিকরা কোন দেশে প্রবেশ করলেই রাষ্ট্র বা জনগণ খুব দুঃখ পায়। অথচ ধনী দেশের মানুষ ভিসা ছাড়াই কয়েকশ দেশে যেতে পারে।

বাংলাদেশের মানুষ চায় ধনী দেশের মানুষ এই দেশে আইসা বসবাস করুক। রোহিঙ্গারা চলে যাউক। অথচ বাংলাদেশের মানুষ এও চায় যে তারা ইউরুপ ও অন্যন্য ধনী দেশের নাগরিকত্ব পাউক।

#উদারতা

পরিবার সমাজ বা অফিসে আপনি যতটা উদার হইবেন কিছু মানুষ আপনার উদারতা কে এবিউজ করার চেষ্টা করে যাবে। যারা এই চেষ্টা করবে তারা আবার কিপ্টা, স্বার্থবাজ এবং একইসাথে বোকা।

আপনি যাদের নিয়ন্ত্রণ করতে না পারবেন তাদের ক্ষেত্রে বেশি উদার হইয়েন না।

#উদারতা

উদার না হওয়ায় আর্থিক ক্ষতি হতে পারে। অনেক সময়ই লাভ না হয়ে ক্ষতি হয়। আমাদের বাড়িওয়ালা বাড়ি বানাইছে, যে দিকে বেলকুনি সেদিকে কোন জায়গা ফাঁকা রাখে নাই। চার তলা বিল্ডিং। এমন বাসায় আমি ভাড়া থাকি। তার ভাই বাড়ি বানাইলো। সে দেখলো তার ভাই জায়গা ছাড়ে নাই-সেও এবার জায়গা না ছেড়ে বিল্ডিং বানালো। আমার বেলকুনি-সেই বাসার জানালা ঠেকে গেলো।

বিল্ডিং বানানোর সময় (ছাদ ঢালাইয়ের আগে) বললাম, সে জায়গা না ছাড়ুক আপনি অন্ততঃ আপনার নিজের সুবিধার জন্য জায়গা ছাড়তে পারেন। ক্ষতি কিন্তু দুইজনেরই হবে। কথা সুনলো না। তারপর বললাম, এই বাড়ির উপকার যদি নাও করতে চান, আউটসাইডে ওয়াল করে ভিতরে অন্ততঃ ফাঁকা রাখেন। এতে শুধু আপনার একা লাভ হবে। সেটাও হলো না।

এই বরাবর তাদের ঘরগুলা ভাড়া হয় না। উভয় বাড়ির আগের ভাড়াটিয়ারা চলে গেছে।

উদার না হওয়ায় আর্থিক ক্ষতির আরো উদাহরণ জানাবো। ইনশাল্লাহ।

#উদারতা

(১) আপনি এমন একটা কাজ করবেন?- যাতে আপনার শত্রুর ১০ টাকা লাভ হলেও আপনার ৫ টাকা লাভ হবে। আর যাদি কাজটা না করেন তাহলে কারোই কোন লাভ হবে না।

-ব্যক্তি জীবনে মানুষ অনেক লাভজনক কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়, শুধুমাত্র অন্যের লাভ হবে- এই হিংসায়। আমি এটা দেখেছি।

(২) অপছন্দের লোক তার উপকার করলে সেটার প্রতিও হিংসা করে, দুঃখ পেতে দেখছি। পরিবারে কম দেখলেও রাষ্ট্রে এটা আপনি অনেক দেখবেন। অপছন্দের লোকের মাধ্যমে দেশের উন্নয়ন হলে সচরাচর মানুষ দুঃখ পায়। কি অদ্ভুৎ আমারা!

Leave a Reply