ছোটদের পড়ালেখা ও খরচ

এক.

শহরে বসবাসকারী শিশুদের বন্দি জীবন যাপন করতে হয়। এই বন্দি সময়ের সেরা সময় বিদ্যালয়ে কাটে।

দরিদ্র বাবা মা চেষ্টা করে নিজেরা কম খেয়ে, কম খরচ করে বাচ্চাদের ভাল স্কুলে দিতে। এভারেজ হিসেবে, ভাল স্কুল মানে বেশি খরচে স্কুল।

দরিদ্র বাবা-মায়ের উচিৎ নয় ধনীরা যে বিদ্যালয়ে পড়ে তাদের বাচ্চাদের সেখানে পড়ানো। কারন-

শিশু মন সবসময় লাজুক থাকে। সে দিন দিন সাহসী হয়ে ওঠে। ধনী শিশুদের মধ্যে থেকে সে অনেক কিছুতেই বঞ্চিত হবে-বলে মনে করবে। তার মন ছোট হয়ে যাবে। সে বন্ধুহীন হয়ে একা হয়ে যাবে।

দামী স্কুল ড্রেস,ব্যাগ বা গাড়ী নেই তার কিন্তু প্রায় সব শিশুদের আছে। তখন সে নিজেকে ক্ষুদ্র ভাববে।

এই ভাবনা তাকে হীনমণ্য করে তোলবে। কখনো সে তার দারিদ্রতা লুকাবে। সে প্রতারণা শিখবে। সে সাহসী হয়ে উঠতে পারবে না। সাহসী না হলে সে নতুন কোন চ্যালেঞ্জ গ্রহণে ভীত হতে পারে।

দারিদ্রতার জন্য কখনো শিক্ষক কখনো অন্য ছাত্ররা তাকে তিরস্কার করতে পারে। এমন কিছু হলে সে আর স্কুলে যেতে চাইবে না। এটা ভয়ানক পরিনতি ডেকে আনতে পারে।

এখন যারা দুঃনীতি করে ধনী হচ্ছে খবর নিয়ে দেখেন দারিদ্রতার জন্য তারা তিরষ্কৃত হয়েছিল কিনা! যে পথশিশুর পুলিশের লাঠি পেটা খেয়ে সকালে ঘুম থেকে উঠেছে, সে চুরি, ছিনতাই বা ডাকাতি করে যদি ধনী হয় সে এটা তার জীবনের সার্থকতা মনে করবে।

দুই.

ছোট বেলায় সন্তানের পড়ালেখার খরচ বেশি না করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় খরচ করার জন্য টাকা বা সম্পদ রাখা জরুরী। অনেক ভাল ছাত্রই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে না পড়ে কাজে লেগে যায়। পরিবারের আর্থিক অবস্থা ১৫ বছর পরে ভাল রাখার পরিকল্পনা না নিয়ে এখনই সব খরচ তার পেছনে ব্যায় করা তার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে।

তিন.

আমি আপনি যেকোন পণ্য কেনায় ভ্যাট-ট্যাক্স দেই। বেতনের ইনকাম ট্যাক্স দেই। পানি, বিদ্যুৎ ও নানান সরকারী সেবায় যে দাম দেই তা আবার আমাদের জন্যই সরকার খরচ করে। শিক্ষার জন্য সরকারী খরচ একটা বড় খরচ।

আমরা চেষ্টা করবো সরকারী সার্ভিসটি নিতে। আমার সন্তানকে সরকারী স্কুলে পাঠিয়ে এবং কোচিং ও টিউটরের মাধ্যমে আমার সন্তানের যদি ভাল উন্নতি হয় তাহলে সেটাই তো পছন্দ করবো।

চার.

ভ্রমণ ও খেলাধুলাকে আমি শিশুদের পড়ালেখার অর্ধেক মনে করি। পড়ালেখায় যেমন খরচ করছেন, তেমনি খরচ করবেন শিশুর ভ্রমণ ও খেলাধুলায়। পৃথিবীতে তার অবস্থান সে ভ্রমনে জানতে পারে। খেলাধুলায় সে নেতৃত্ব শিখে, স্বাস্থ্যবান হবে।

আমি কম খেলাধুলা করেছিলাম, আমি বেশ দুর্বল।

ভবিষ্যতে পৃথিবীর দায়িত্ব তাকে নিতে হবে তাই তাকে দিয়ে পরিশ্রম করাতে হবে।

পড়ালেখার অংশ হিসেবে তার ভ্রমণ ও খেলাধুলায় খরচ করুন। প্রয়োজনে পড়ালেখার কিছু খরচ কমিয়ে দিতে পারেন।

আপনাদের কোন সাজেশন থাকলে সেটা এড করতে পারেন।

Leave a Reply