এনালগ ক্যমেরার যুগে আমরা কিভাবে সেলফী তোলতাম?

যে অবস্থানে আমি থাকবো সেখানে ক্যমেরার ভিউ দেখতাম। সেখানে কোন একটা উচু বস্তুর উপর ক্যামেরা রাখতাম। ক্যামেরাতে টাইমার ছিল। ৫ সেকেন্ড পর এটি ছবি তোলবে। ৫ সেকেন্ডের ভিতের নিজে উক্ত অবস্খানে যেতাম। মুখ বন্ধ রাখতাম এবং চোখের পলক ফেলতাম না। পাছে রীল খরচ হয়।
একটা রীলের দাম ছিল ২১০ টাকা ৩৬টি ছবি উঠতো। রীলটি অন্ধকার ঘরে ক্যামিক্যাল ওয়াশ করলে সেটাকে ন্যাগেটিভ বলতো। ন্যাগেটিভ থেকে পছন্দ করে করে অল্প কিছু প্রিন্ট করতাম। ন্যাগেটিভে কালো অংশ উজ্জল আর উজ্জল অংশ কালো দেখা যেতো। দেখ মজা পেতাম। পৃথিবীর সব কালো মানুষ এমনই ফর্শা আর ফর্শারা যদি কালো হয়ে যেতো!
এক একটা 3R ছবি ১০ টাকা করে প্রিন্ট করতাম।
তখন সুন্দর সুন্দর এলবাম পাওয়া যেতো। আমাদের একটা মিউজিক এলবাম ছিল। এলবাম খোললে একটি মিউজিক বাজতো।

Leave a Reply