শুরু না করা

শুরু করা বা শুরু না করা – একই বেপার।

যখন আপনি নতুন কিছু শুরু করছেন না, তখন কিন্তু কিছু না কিছু করছেন। নতুন কিছু শুরু না করা অর্থ যা করছেন তাতে ফোকাস বেশি দেওয়া। হয়তো গেম খেলছেন, হয়তো বিকেলে একটু বেশি আড্ডা দিচ্ছেন। হয়তো বা রেস্টুরেন্টে মাঝে মাঝে বেশি সময় নিয়ে বসে আছেন বন্ধুদের সাথে। কোন এক বন্ধু কিছু একটা শুরু করেছে-সে রেস্টুরেন্টে নাই। যে কাজ শুরু করেছে সেটায় ব্যস্ত।এই যে তার ব্যস্ততা- এটা আর আপনার নির্লিপ্ততা। দুটো-ই কাজ। আমি বলি- দুটিই সমান গুরুত্বের হতে পারে।

আবার শুরু না করা এমন হতে পারে,

আপনি আপনার কোন একটি আইডিয়াকে ধরে আছেন। আকড়ে আছেন। এটা সফল হওয়ার না তবুও ধরে আছেন। কারন আপনি ভালবাসেন আপনার আইডিয়াটাকে। সেই সাথে আপনার বিশ্বাসকে।

আমিও এমন অনেক কিছুই শুরু করি নি। কারন আমি আকড়ে ধরে আছি।

 

Leave a Reply