ভালবাসা ও ভাল ধারণা

অলীক বস্তুতে আমার বিশ্বাস অনেক কমই ছিল। কিন্তু কারো বেপারে “ভাল ধারণা” রাখার বেপারে আমার একটা বিশ্বাস আছে।

আপনি যদি কোন ব্যক্তিকে না দেখে থাকেন। কিন্তু তার সম্পর্কে কিছু জানেন এবং ভাল ধারণা পোষণ করেন। কখনো বা দেখা হলে জানতে পারবেন, সেই ব্যক্তি আপনার বেপারেও ভাল ধারণা পোষণ করে।

এটা হয়তো কউ বলে দেয় নি, তবুও আত্নিক কোন বেপার আছে হয়তো। হয়তো আল্লাহ-ই এটা জানিয়ে দেন।

কারো সম্পর্কে খারাপ ধারণা আপনাকেও তার কাছে খারাপ করে তুলতে পারে। অদ্ভুত এই নিয়মকে আমি অনেক জায়গায়ই দেখেছি।

কাউকে ভালবাসলেও ভালবাসাই ফিরে আসে।

অপরিচিতদের সম্পর্কে ভাল ধারণা রাখুন। ভালবাসুন। আপনার সম্পর্কেও লোকে ভাল ধারণা রাখবে, ভালবাসবে।

একটি পিপড়াকে ভালবেসে হাতের উপরে তুলে নেন। হয়তো সে কামড় দিবে না।

আমি অবাক হই। আমাকে অনেকে ভালবাসে, ভাল জানে। হয়তো কখনো দেখা হবে না তাদের সাথে।

আপনি যাকে স্বপ্ন দেখছেন, সেও হয়তো আপনাকে স্বপ্ন দেখে। হয়তো দুজন কেউ সেটা জানেন না। কি চমৎকার বেপার হতে পারে এটা-তাই না? অনেক দিন বেচে থাকুক আপনাদের না জানা ভালবাসা। 🙂

1 Comment

Add Yours →

Leave a Reply to delowar Cancel reply